Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক : 

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৬টার দিকে দেশটির রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ফানা থেকে বামাকোরে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে প্রধান একটি সড়কে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ করেনি মন্ত্রণালয়। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন না মেনে গাড়ি চালানোই এর প্রধান কারণ হিসেবে মনে করা হয়। গত জুলাইয়ে মালির মধ্যাঞ্চলে দু’টি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

প্রকাশের সময় : ০৪:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : 

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৯ জন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৬টার দিকে দেশটির রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি ফানা থেকে বামাকোরে যাওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী বামাকোর পূর্বে ফানা শহরের কাছে প্রধান একটি সড়কে বৃহস্পতিবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু উল্লেখ করেনি মন্ত্রণালয়। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। পশ্চিম আফ্রিকার দেশটিতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং আইন না মেনে গাড়ি চালানোই এর প্রধান কারণ হিসেবে মনে করা হয়। গত জুলাইয়ে মালির মধ্যাঞ্চলে দু’টি বাসের সংঘর্ষে ১৬ জন নিহত হন।