Dhaka শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মালিককে ছাড়াতে থানায় হাজির পোষা কুুকুর (ভিডিও)

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
  • ২৬৯ জন দেখেছেন

থানায় হাজির পোষা কুুকুর

কুকুরের বিশ্বস্ততার কথা সবারই জানা। মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলো কুকুর। ডমিনিকান রিপাবলিকের থানায় ঘটে যাওয়ার একটি ঘটনার ভিডিও আবার সেই বিশ্বস্ততারই প্রমান দিলো। সেখানে এক কুকুর তার মালিককে পুলিশের হাত থেকে ছাড়াতে থানায় গিয়ে হাজির। ইতোমধ্যে মালিককে ছাড়ানো সেই কুকুরের ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে তার পোষা কুকুর এক প্রকার উদ্ধার করে নিয়ে আসছে থানা থেকে।

এক মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকার নেমে এসেছে, রাস্তায় আলো জ্বলছে, এমন অবস্থায় একটি কুকুর রাস্তা থেকে থানায় ঢুকছে।

দরজায় দাঁড়ানো রক্ষীদের দেখে প্রথমে কুকুরটি যেন একটু থমকে যায়। পরে সুযোগ বুঝে ভেতরে ঢুকে পড়ে। কুকুরটির পেছনে পেছনেই থানায় প্রবেশ করে ভিডিও ধারণকারী।

ভেতরে তখন এক ব্যক্তির হাতে হাতকড়া লাগিয়ে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। তিনি করোনার কারণে জারি হওয়া বিধি নিষেধ ভেঙে রাস্তায় বেরিয়েছিলেন। সেই অপরাধে তাকে থানায় তুলে আনা হয়।

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে আবেদনময়ী তরুণী নার্স!

ওই ব্যক্তি পুলিশ কর্মীদের কিছু বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু পুলিশ তার কথায় খুব একটা সন্তুষ্ট হচ্ছিল বলে মনে হয় না। এমন অবস্থায় সেখানে উপস্থিত হয় কুকুরটি। এবার সে লেজ নাড়তে নাড়তে তার পালকের চার পাশে ঘুরতে থাকে। হাতকড়া পরা অবস্থাতেই পোষা কুকুরকে আদর করতে শুরু করেন ওই ব্যক্তি।

কুকুর আর আর পালকের এমন প্রেম দেখে পুলিশ কর্মীরা ঠিক করেন এদের দু’জনকে আলাদা না রাখাই ভালো, না-হলে দুজনেই কষ্ট পাবে।

থানার দায়িত্বে থাকা কর্মকর্তা ওই ব্যক্তিকে সে কথা বলে ছেড়ে দেন। থানা থেকে ওই ব্যক্তি ছাড়া পেয়ে বেরিয়ে আসেন আর সেই আনন্দে প্রায় নাচতে নাচতে তার সঙ্গে কুকুরটিও বেরিয়ে আসে।

 

ভিডিওটি দেখতে ক্লিক করুন

 

জনপ্রিয় খবর

আবহাওয়া

সরকারের কাজ জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা : আমীর খসরু

মালিককে ছাড়াতে থানায় হাজির পোষা কুুকুর (ভিডিও)

প্রকাশের সময় : ০৩:৪৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০

কুকুরের বিশ্বস্ততার কথা সবারই জানা। মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হলো কুকুর। ডমিনিকান রিপাবলিকের থানায় ঘটে যাওয়ার একটি ঘটনার ভিডিও আবার সেই বিশ্বস্ততারই প্রমান দিলো। সেখানে এক কুকুর তার মালিককে পুলিশের হাত থেকে ছাড়াতে থানায় গিয়ে হাজির। ইতোমধ্যে মালিককে ছাড়ানো সেই কুকুরের ভিডিওটি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, পুলিশের হাতে আটক হওয়া এক ব্যক্তিকে তার পোষা কুকুর এক প্রকার উদ্ধার করে নিয়ে আসছে থানা থেকে।

এক মিনিট ২৬ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকার নেমে এসেছে, রাস্তায় আলো জ্বলছে, এমন অবস্থায় একটি কুকুর রাস্তা থেকে থানায় ঢুকছে।

দরজায় দাঁড়ানো রক্ষীদের দেখে প্রথমে কুকুরটি যেন একটু থমকে যায়। পরে সুযোগ বুঝে ভেতরে ঢুকে পড়ে। কুকুরটির পেছনে পেছনেই থানায় প্রবেশ করে ভিডিও ধারণকারী।

ভেতরে তখন এক ব্যক্তির হাতে হাতকড়া লাগিয়ে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ। তিনি করোনার কারণে জারি হওয়া বিধি নিষেধ ভেঙে রাস্তায় বেরিয়েছিলেন। সেই অপরাধে তাকে থানায় তুলে আনা হয়।

আরও পড়ুন : বিশ্বের সবচেয়ে আবেদনময়ী তরুণী নার্স!

ওই ব্যক্তি পুলিশ কর্মীদের কিছু বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু পুলিশ তার কথায় খুব একটা সন্তুষ্ট হচ্ছিল বলে মনে হয় না। এমন অবস্থায় সেখানে উপস্থিত হয় কুকুরটি। এবার সে লেজ নাড়তে নাড়তে তার পালকের চার পাশে ঘুরতে থাকে। হাতকড়া পরা অবস্থাতেই পোষা কুকুরকে আদর করতে শুরু করেন ওই ব্যক্তি।

কুকুর আর আর পালকের এমন প্রেম দেখে পুলিশ কর্মীরা ঠিক করেন এদের দু’জনকে আলাদা না রাখাই ভালো, না-হলে দুজনেই কষ্ট পাবে।

থানার দায়িত্বে থাকা কর্মকর্তা ওই ব্যক্তিকে সে কথা বলে ছেড়ে দেন। থানা থেকে ওই ব্যক্তি ছাড়া পেয়ে বেরিয়ে আসেন আর সেই আনন্দে প্রায় নাচতে নাচতে তার সঙ্গে কুকুরটিও বেরিয়ে আসে।

 

ভিডিওটি দেখতে ক্লিক করুন