Dhaka মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক : 

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, তিনি বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন। সেখানে শ্রমবাজার নিয়ে আলোচনা করছেন এবং দেশটির সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন। নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের নিয়োগের ব্যাপারে আলোচনায় বড় অগ্রগতির কথাও তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আমি গত দু-দিন আগে মালয়েশিয়ায় এসেছি। এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এখানে কিছু অগ্রবর্তী সাধিত হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি।

উপদেষ্টা বলেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ গিয়েছিলেন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন গত বছর শেষ মুহূর্তে যে শ্রমিকরা মালয়েশিয়ায় আসতে পারেননি, তিনি তাদের মালয়েশিয়ায় আসার সুযোগ করে দেবেন। তাদের সংখ্যা ছিল ১৭ হাজারের মতো। এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তারা (মালয়েশিয়া) বলেছেন, তারা ব্যাচ ওয়াইজ নেবেন। প্রথম ব্যাচ হিসেবে ৭ হাজার ৯২৬ জনের একটি তালিকা তারা চূড়ান্ত করেছেন। খুব অল্প সময়ের মধ্যে তাদের মালয়েশিয়ায় কাজ করার সুযোগ দেওয়া যাবে, সেই প্রক্রিয়া তারা শুরু করেছেন।

আসিফ নজরুল বলেন, দ্বিতীয় বিষয় হচ্ছে, ভবিষ্যৎ কর্মসংস্থান। আমরা জেনেছি, মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ লোক নেবে। মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রী এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা অনুরোধ করেছিলাম ভিসা যেন উন্মুক্ত করে দেওয়া হয়। বিষয়টি অনেক ভালোভাবে বুঝিয়েছি তাদের। তারা বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আরেকটি বিষয় হলো, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল ভিসা পায়। এটা নিয়ে কথা হয়েছে। তিনি (মন্ত্রী) শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

আসিফ নজরুল বলেন, আমি বলেছি, মালয়েশিয়ায় যারা অবৈধ হয়েছেন, তাদের বৈধ করতে। তারা বলেছেন, যাদের ভিসা শেষ তাদের ক্ষেত্রে হয়ত সম্ভব হবে না। কিন্তু আমি বলেছি, অনেক সময় মালিকের গাফিলতির কারণেও এটা হয়ে থাকে। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি জানান, মালয়েশিয়া শ্রমবাজারে সিকিউরিটি, নার্সসহ আরও কিছু ক্ষেত্রে জনবল নেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আগ্রহও দেখিয়েছেন।

ড. আসিফ নজরুল বলেন, আমরা মনে করি আলোচনা ফলপ্রসূ হয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বন্ধুত্বের কারনে সম্ভব হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনার ভালো বন্ধু। এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমরা তার নির্দেশনা মতো কাজ করছি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

প্রকাশের সময় : ০৬:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানিয়েছেন, তিনি বর্তমানে মালয়েশিয়া সফরে আছেন। সেখানে শ্রমবাজার নিয়ে আলোচনা করছেন এবং দেশটির সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়েছেন। নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের নিয়োগের ব্যাপারে আলোচনায় বড় অগ্রগতির কথাও তিনি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, আমি গত দু-দিন আগে মালয়েশিয়ায় এসেছি। এর মধ্যে মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এখানে কিছু অগ্রবর্তী সাধিত হয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি।

উপদেষ্টা বলেন, গত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ গিয়েছিলেন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত বন্ধু। তিনি তখন প্রতিশ্রুতি দিয়েছিলেন গত বছর শেষ মুহূর্তে যে শ্রমিকরা মালয়েশিয়ায় আসতে পারেননি, তিনি তাদের মালয়েশিয়ায় আসার সুযোগ করে দেবেন। তাদের সংখ্যা ছিল ১৭ হাজারের মতো। এটার ভিত্তিতে আমরা অনেক আলোচনা করেছি। তারা (মালয়েশিয়া) বলেছেন, তারা ব্যাচ ওয়াইজ নেবেন। প্রথম ব্যাচ হিসেবে ৭ হাজার ৯২৬ জনের একটি তালিকা তারা চূড়ান্ত করেছেন। খুব অল্প সময়ের মধ্যে তাদের মালয়েশিয়ায় কাজ করার সুযোগ দেওয়া যাবে, সেই প্রক্রিয়া তারা শুরু করেছেন।

আসিফ নজরুল বলেন, দ্বিতীয় বিষয় হচ্ছে, ভবিষ্যৎ কর্মসংস্থান। আমরা জেনেছি, মালয়েশিয়া এক থেকে দেড় লক্ষ লোক নেবে। মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রী এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা অনুরোধ করেছিলাম ভিসা যেন উন্মুক্ত করে দেওয়া হয়। বিষয়টি অনেক ভালোভাবে বুঝিয়েছি তাদের। তারা বিবেচনা করবেন এবং সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছে।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, আরেকটি বিষয় হলো, আমাদের শ্রমিকরা মাল্টিপল ভিসা পায় না, সিঙ্গেল ভিসা পায়। এটা নিয়ে কথা হয়েছে। তিনি (মন্ত্রী) শুধু প্রতিশ্রুতি নয়, দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন

আসিফ নজরুল বলেন, আমি বলেছি, মালয়েশিয়ায় যারা অবৈধ হয়েছেন, তাদের বৈধ করতে। তারা বলেছেন, যাদের ভিসা শেষ তাদের ক্ষেত্রে হয়ত সম্ভব হবে না। কিন্তু আমি বলেছি, অনেক সময় মালিকের গাফিলতির কারণেও এটা হয়ে থাকে। তখন তারা প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি জানান, মালয়েশিয়া শ্রমবাজারে সিকিউরিটি, নার্সসহ আরও কিছু ক্ষেত্রে জনবল নেওয়ার ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। তারা আগ্রহও দেখিয়েছেন।

ড. আসিফ নজরুল বলেন, আমরা মনে করি আলোচনা ফলপ্রসূ হয়েছে। এটা আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বন্ধুত্বের কারনে সম্ভব হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনার ভালো বন্ধু। এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে প্রধান উপদেষ্টা আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমরা তার নির্দেশনা মতো কাজ করছি।