Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মালদ্বীপের সঙ্গে ড্র করে ভারতের দিকে তাকিয়ে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
  • ১৯৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

গোলের খেলা ফুটবলে গোল করাই আসল। ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে সেটি খুব ভালো করেই বুঝতে পেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে ড্র করেছেন লাল-সবুজের ছেলেরা।

এই ড্রয়ে সেমিফাইনাল খেলার জন্য তাকিয়ে থাকতে হবে ভারত-মালদ্বীপ শেষ ম্যাচের দিকে। ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত, ভারতের বিপক্ষে জিতলে তো কথাই নেই, ড্র করলেও সেমিতে উঠে যাবে মালদ্বীপ।

রোববার (২২ সেপ্টেম্বর) ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরু করেছিল সাইফুল বারি টিটুর দল।

৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ভারত। ১ করে পয়েন্ট বাংলাদেশ ও মালদ্বীপের। গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে প্রতিযোগিতার শিরোপাধারী ভারত ও মালদ্বীপ। এ ম্যাচের ফলের উপর নির্ভর করবে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালের টিকেট পাবে কোন দুই দল। ভারতের বিপক্ষে ড্র করলেও সেরা চারে উঠবে মালদ্বীপ।

শুরু থেকে মালদ্বীপের রক্ষণে হানা দিতে থাকে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে অপু রহমানের দুর্বল সাইড ভলি গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি। একটু পর সতীর্থের কাটব্যাকে ছোট বক্সের একটু উপর থেকে মোর্শেদ আলির শট ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।

২৪তম মিনিটে কর্নারের পর জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল পায়নি বাংলাদেশ। ৩৭তম মিনিটে সতীর্থের ক্রস ছোট বক্সের ভেতরে বুক দিয়ে নাজমুল হুদা ফয়সাল নামালেও শট নিতে পারেননি, তার আগেই ক্লিয়ার করেন মালদ্বীপের এক খেলোয়াড়।

বিরতির আগেও প্রতিপক্ষের বক্সে বেশ চাপ দেয় বাংলাদেশ, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতা ছাড়েনি পিছু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙিক্ষত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের ঠিক উপর থেকে মোর্শেদের বাঁ পায়ের বাঁকানো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

৫৭ মিনিটে আবারও মোর্শেদের সুযোগ নষ্ট; ৫৯ মিনিটে বদলি নামা রিফাত কাজীর শট ক্রসবারে লেগে ফেরত আসে। ৬৪ মিনিটে রিফাত কাজী আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন। ৬৯ মিনিটে মালদ্বীপের জালে বল পাঠিয়েছিলেন অপু রহমান, কিন্তু নেপালি রেফারি সেটি ফাউলের কারণে বাতিল করে দেন।

৭৪ মিনিটে আবারও সহজ সুযোগ নষ্ট করেন অপু রহমান। ৭৯ মিনিটে বাংলাদেশের মধ্যমাঠের খেলোয়াড়েরা আক্রমণে ওঠার সময় বল হারালে প্রতি আক্রমণ থেকে মালদ্বীপকে সমতায় ফেরায় তাদের অধিনায়ক মোহাম্মদ ইমরান।

৮৪তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। সতীর্থের ক্রসে রিফাত কাজীর ব্যাক হিল ফ্লিকের পর গোলমুখ থেকে টোকা দিতে পারেননি মোর্শেদ। দুই মিনিট পর হতাশ বাড়ান অধিনায়ক নাজমুল। গতি দিয়ে ডিফেন্ডারকে পেছনে ফেলে আগুয়ান গোলরক্ষককে কাটানোর পর বাইরের জাল কাঁপান তিনি। নিজে শট না নিয়ে অন্য প্রান্তে থাকা সতীর্থকে বল বাড়ালেও নিশ্চিত গোল পেত বাংলাদেশ।

যোগ করা সময়েও বাংলাদেশের দুটি প্রচেষ্টা আটকে মালদ্বীপকে ড্র এনে দেন মালদ্বীপ গোলরক্ষক।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মালদ্বীপের সঙ্গে ড্র করে ভারতের দিকে তাকিয়ে বাংলাদেশ

প্রকাশের সময় : ১০:০৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

গোলের খেলা ফুটবলে গোল করাই আসল। ভুটানের থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে নিজেদের বাঁচা-মরার লড়াইয়ে সেটি খুব ভালো করেই বুঝতে পেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হারের পর মালদ্বীপের সঙ্গে ড্র করেছেন লাল-সবুজের ছেলেরা।

এই ড্রয়ে সেমিফাইনাল খেলার জন্য তাকিয়ে থাকতে হবে ভারত-মালদ্বীপ শেষ ম্যাচের দিকে। ভারতের সেমিফাইনাল প্রায় নিশ্চিত, ভারতের বিপক্ষে জিতলে তো কথাই নেই, ড্র করলেও সেমিতে উঠে যাবে মালদ্বীপ।

রোববার (২২ সেপ্টেম্বর) ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ।

ভারতের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে ১-০ ব্যবধানে হেরে বয়সভিত্তিক এই প্রতিযোগিতা শুরু করেছিল সাইফুল বারি টিটুর দল।

৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ভারত। ১ করে পয়েন্ট বাংলাদেশ ও মালদ্বীপের। গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার মুখোমুখি হবে প্রতিযোগিতার শিরোপাধারী ভারত ও মালদ্বীপ। এ ম্যাচের ফলের উপর নির্ভর করবে ‘এ’ গ্রুপ থেকে সেমি-ফাইনালের টিকেট পাবে কোন দুই দল। ভারতের বিপক্ষে ড্র করলেও সেরা চারে উঠবে মালদ্বীপ।

শুরু থেকে মালদ্বীপের রক্ষণে হানা দিতে থাকে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে অপু রহমানের দুর্বল সাইড ভলি গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি। একটু পর সতীর্থের কাটব্যাকে ছোট বক্সের একটু উপর থেকে মোর্শেদ আলির শট ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়।

২৪তম মিনিটে কর্নারের পর জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোল পায়নি বাংলাদেশ। ৩৭তম মিনিটে সতীর্থের ক্রস ছোট বক্সের ভেতরে বুক দিয়ে নাজমুল হুদা ফয়সাল নামালেও শট নিতে পারেননি, তার আগেই ক্লিয়ার করেন মালদ্বীপের এক খেলোয়াড়।

বিরতির আগেও প্রতিপক্ষের বক্সে বেশ চাপ দেয় বাংলাদেশ, কিন্তু ফিনিশিংয়ের ব্যর্থতা ছাড়েনি পিছু।

দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙিক্ষত গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের ঠিক উপর থেকে মোর্শেদের বাঁ পায়ের বাঁকানো শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়ায় জালে।

৫৭ মিনিটে আবারও মোর্শেদের সুযোগ নষ্ট; ৫৯ মিনিটে বদলি নামা রিফাত কাজীর শট ক্রসবারে লেগে ফেরত আসে। ৬৪ মিনিটে রিফাত কাজী আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন। ৬৯ মিনিটে মালদ্বীপের জালে বল পাঠিয়েছিলেন অপু রহমান, কিন্তু নেপালি রেফারি সেটি ফাউলের কারণে বাতিল করে দেন।

৭৪ মিনিটে আবারও সহজ সুযোগ নষ্ট করেন অপু রহমান। ৭৯ মিনিটে বাংলাদেশের মধ্যমাঠের খেলোয়াড়েরা আক্রমণে ওঠার সময় বল হারালে প্রতি আক্রমণ থেকে মালদ্বীপকে সমতায় ফেরায় তাদের অধিনায়ক মোহাম্মদ ইমরান।

৮৪তম মিনিটে গোলের সুবর্ণ সুযোগ নষ্ট হয় বাংলাদেশের। সতীর্থের ক্রসে রিফাত কাজীর ব্যাক হিল ফ্লিকের পর গোলমুখ থেকে টোকা দিতে পারেননি মোর্শেদ। দুই মিনিট পর হতাশ বাড়ান অধিনায়ক নাজমুল। গতি দিয়ে ডিফেন্ডারকে পেছনে ফেলে আগুয়ান গোলরক্ষককে কাটানোর পর বাইরের জাল কাঁপান তিনি। নিজে শট না নিয়ে অন্য প্রান্তে থাকা সতীর্থকে বল বাড়ালেও নিশ্চিত গোল পেত বাংলাদেশ।

যোগ করা সময়েও বাংলাদেশের দুটি প্রচেষ্টা আটকে মালদ্বীপকে ড্র এনে দেন মালদ্বীপ গোলরক্ষক।