Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মারাকানায় মারামারির ঘটনায় ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
  • ১৯৩ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গ্যালারিতে মারমারির ঘটনায় শাস্তি পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আরেক ঘটনায় আর্জেন্টিনাকে গুণতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা। তাছাড়া সমর্থকদের সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে।

গত বছরের নভেম্বর মাসে মারাকানায় অনুষ্ঠিত ম্যাচটিতে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্রাজিলের দর্শক এবং দাঙ্গা পুলিশ। এই ঘটনার জের ধরে পরবর্তীতে মাঠ থেকেও বেরিয়ে যান লিওনেল মেসি এবং তার দলের বাকি সদস্যরা। বিষয়টি নিয়ে সমালোচনা কম হয়নি। সেই ঘটনারই শাস্তি পেয়েছে দুই দল।

নিজেদের স্টেডিয়ামে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকা) জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া একই কারণে আর্জেন্টিনার ফেডারেশনকে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফাঁ (২৫ লাখ ৭৪ হাজার টাকা)।

এদিকে অন্য একটি ঘটনার জের ধরে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে আরও ৫০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে আগের দুইটি ম্যাচে উরুগুয়ে ও একুয়েডরের বিপক্ষে দেশটির সমর্থকদের অসাদাচরণ করায় এই জরিমানা সমর্থকদের বৈষম্য-বিরোধী শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যয় করার নির্দেশ দিয়েছে ফিফা।

শাস্তি আরও পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠের কোনো একটি ম্যাচে তাদের ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবে। আগামী সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে পরবর্তী বাছাই ম্যাচটি খেলবে মেসির দল।

এদিকে একই শাস্তি হয়েছে চিলি, কলম্বিয়া ও উরুগুয়েরও। বৈষম্য-বিরোধী শিক্ষা কার্যক্রমে ৮০ (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২ লাখ ৯২ হাজার টাকা) হাজার সুইস ফ্রাঁ ব্যয় করতে নিদের্শ দেওয়া হয়েছে চিলির ফেডারেশনকে। কলম্বিয়া ও উরুগুয়ের ফেডারেশনকে এই খাতে খরচ করতে হবে ৩০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ ৫৯ হাজার টাকা)।

মারাকানা স্টেডিয়ামে দুই দেশের সমর্থক এবং পুলিশের ত্রিমুখি সংঘর্ষের কারণে নিজ দেশের সমর্থকদের সমর্থনে দলবল নিয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শেষে বিলম্বে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলে জয়লাভ করে আর্জেন্টাইনরা।

লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ১০ দলের মধ্যে রয়েছে শীর্ষে। অন্যদিকে টানা তিন হারে ব্রাজিল রয়েছে ৬ষ্ঠ স্থানে। সেরা ৬টি দলই ২০২৬ সালে ৪৮ দলের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

মারাকানায় মারামারির ঘটনায় ব্রাজিল-আর্জেন্টিনাকে জরিমানা

প্রকাশের সময় : ০৯:৪৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

মারাকানায় বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গ্যালারিতে মারমারির ঘটনায় শাস্তি পেয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। আরেক ঘটনায় আর্জেন্টিনাকে গুণতে হচ্ছে বড় অঙ্কের জরিমানা। তাছাড়া সমর্থকদের সচেতনতা বাড়ানোর কার্যক্রম পরিচালনা করতে নির্দেশ দেওয়া হয়েছে আর্জেন্টাইন ফেডারেশনকে।

গত বছরের নভেম্বর মাসে মারাকানায় অনুষ্ঠিত ম্যাচটিতে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্রাজিলের দর্শক এবং দাঙ্গা পুলিশ। এই ঘটনার জের ধরে পরবর্তীতে মাঠ থেকেও বেরিয়ে যান লিওনেল মেসি এবং তার দলের বাকি সদস্যরা। বিষয়টি নিয়ে সমালোচনা কম হয়নি। সেই ঘটনারই শাস্তি পেয়েছে দুই দল।

নিজেদের স্টেডিয়ামে শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ব্রাজিলের ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকা) জরিমানা করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। এছাড়া একই কারণে আর্জেন্টিনার ফেডারেশনকে জরিমানা করা হয়েছে ২০ হাজার সুইস ফাঁ (২৫ লাখ ৭৪ হাজার টাকা)।

এদিকে অন্য একটি ঘটনার জের ধরে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনকে আরও ৫০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ৬৪ লাখ ৩৬ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। বিশ্বকাপ বাছাইয়ে আগের দুইটি ম্যাচে উরুগুয়ে ও একুয়েডরের বিপক্ষে দেশটির সমর্থকদের অসাদাচরণ করায় এই জরিমানা সমর্থকদের বৈষম্য-বিরোধী শিক্ষা কার্যক্রম পরিচালনায় ব্যয় করার নির্দেশ দিয়েছে ফিফা।

শাস্তি আরও পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে ঘরের মাঠের কোনো একটি ম্যাচে তাদের ৫০ শতাংশ দর্শক উপস্থিত থাকতে পারবে। আগামী সেপ্টেম্বর মাসে চিলির বিপক্ষে পরবর্তী বাছাই ম্যাচটি খেলবে মেসির দল।

এদিকে একই শাস্তি হয়েছে চিলি, কলম্বিয়া ও উরুগুয়েরও। বৈষম্য-বিরোধী শিক্ষা কার্যক্রমে ৮০ (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২ লাখ ৯২ হাজার টাকা) হাজার সুইস ফ্রাঁ ব্যয় করতে নিদের্শ দেওয়া হয়েছে চিলির ফেডারেশনকে। কলম্বিয়া ও উরুগুয়ের ফেডারেশনকে এই খাতে খরচ করতে হবে ৩০ হাজার সুইস ফ্রাঁ (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ ৫৯ হাজার টাকা)।

মারাকানা স্টেডিয়ামে দুই দেশের সমর্থক এবং পুলিশের ত্রিমুখি সংঘর্ষের কারণে নিজ দেশের সমর্থকদের সমর্থনে দলবল নিয়ে মাঠ ছেড়ে গিয়েছিলেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। শেষে বিলম্বে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলে জয়লাভ করে আর্জেন্টাইনরা।

লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনা ১০ দলের মধ্যে রয়েছে শীর্ষে। অন্যদিকে টানা তিন হারে ব্রাজিল রয়েছে ৬ষ্ঠ স্থানে। সেরা ৬টি দলই ২০২৬ সালে ৪৮ দলের বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।