বিনোদন ডেস্ক :
প্রায় প্রত্যেক নারীর তার মায়ের শাড়ির ওপর এক ধরনের দুর্বলতা রয়েছে। অনেক সেলিব্রেটি তার মায়ের বিয়ের শাড়ি পরে নিজের বিয়ে সেরেছেন। তেমনি তাসনিয়া ফারিণের মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে আছে হাজার স্মৃতি। সেই সঙ্গে জানিয়েছেন মায়ের শাড়ির প্রতি তার ভালোবাসার কথা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মায়ের শাড়ি পরিহিত একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। পোস্টের ক্যাপশনে ফারিণ শৈশবের স্মৃতির কথা উল্লেখ করেন।
পোস্টের ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব। এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমার-ই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই। আমি নিয়ে রেখে দিয়েছি।’
অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলো। আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করে কিনে আলমারিতে ওঠায় রাখে। মায়েরা হয়ত এমনি।’

ফারিণের শাড়ি পরিহিত ছবিতে মুগ্ধ নেটিজেনরা। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রামণ। একজন লিখেছেন, ‘মায়েরা আসলে এমনি হয়। ভালোবাসা পৃথিবীর সকল মা এবং বাবা।’ অন্য একজন লিখেছেন, ‘শাড়ীতে আপনাকে দারুণ মানিয়েছে। তার জন্যই বলে শাড়ীতেই নারী।’
ফারিণকে সর্বশেষ দেখা গেছে ‘ইনসাফ’ সিনেমায়। ‘তিতাস কথাচিত্র’ ও ‘টিওটি ফিল্মস’ প্রযোজিত ছবিতে অভিনেত্রীর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরিফুল রাজ। শরিফুল-ফারিণ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ।

প্রসঙ্গত, ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় তাসনিয়া ফারিণের অভিষেক হয়। ২০১৮ সালে ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় তাকে। এরপর আর পেছন ফিরে তাঁকাতে হয়নি তাকে।
বিনোদন ডেস্ক 
























