নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেলের দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বিকেল পৌনে ৫টার দিকে খবর আসে কে বা কারা যাত্রাবাড়ীর মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেস নামে একটি বাসে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে।
অগ্নিসংযোগে জড়িত ও হতাহত সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে তিনিসহ পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।
নিজস্ব প্রতিবেদক 























