হবিগঞ্জের মাধবপুরে গ্রামীন সড়কের বেহাল দশা। এখানকার যোগযোগব্যবস্থার উন্নয়ন না হওয়ায় দুর্ভোগ নিয়ে চলাফেরা করছেন প্রায় ৩ লাখ মানুষ। এ অঞ্চলে ৭২৪ কিলোমিটারের গ্রামীণ সড়কের মধ্যে ৫৩০ কিলোমিটারই কাঁচা। এ নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এ নিয়ে সামাজিক যোগযোগমাধ্যমসহ সর্বত্র জনগণকে ক্ষোভ ঝাড়তে দেখা যাচ্ছে।
সিলেট বিভাগের প্রবেশদ্বার ঢাকা সিলেট মহাসড়কসংলগ্ন অত্র উপজেলাটিতে কৃষি ও শিল্পকারখানায় উন্নয়ন হলেও অনুন্নত রয়েছে জনগণের চলাচলের রাস্তাঘাট। ২৯৫ বর্গ কিলোমিটারের উপজেলাতে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ চরম দুর্ভোগে চলাফেরা করছেন।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে ২৮৮টি গ্রাম সমৃদ্ধ এ উপজেলাতে মোট ৭ শ ৩৪ কিলোমিটার রাস্তার মধ্যে পাকা রাস্তা রয়েছে মাত্র ১৯৬ কিমি। গ্রামীণ রাস্তার মধ্যে সিমেন্ট ও ইটের খোয়া (সিসি) এবং রড, সিমেন্ট ও ইটের খোয়া (আরসিসি) দ্বারা এ পর্যন্ত পাকা হয়েছে ৩ কিমি।
আরও পড়ুন : ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
সম্পূর্ণরূপে ৫ শ ৩০ কিমি মাটির কাঁচা রাস্তা দিয়ে আজও চলতে হচ্ছে মাধবপুরবাসীকে। দীর্ঘদিন আগে ইট সলিং হওয়া বিভিন্ন ইউনিয়নের ৫ কিলোমিটার রাস্তা গত বন্যার পানিতে প্লাবিত হয়ে অধিকাংশ রাস্তাই ক্ষতিগ্রস্ত হয়ে মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
প্রতিটি ইউনিয়নের জনগণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন। ১১টি ইউনিয়নের ১৮১টি মৌজার এ উপজেলাতে ৩০৯টি রাস্তা পাকাকরণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তালিকাভুক্ত হলেও অদ্যাবধি বাস্তবে রূপ না নেওয়ায় সামাজিক যোগযোগমাধ্যমসহ সর্বত্র জনগণকে ক্ষোভ ঝাড়তে দেখা যাচ্ছে। যোগাযোগব্যবস্থার দুর্ভোগ লাঘব হবে কবে সেই প্রশ্ন জনগণের।