মাদারীপুর জেলা প্রতিনিধি :
মাদারীপুরের রাজৈর উপজেলায় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত নছিমনের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের চাঁনপট্টি এলাকার সিদ্দিক খালাসীর ছেলে রাজন খালাসী (১৭) এবং হান্নান মল্লিকের ছেলে ইমন মল্লিক (১৯)। তাঁরা দুজন বন্ধু ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট-কবিরাজপুর সড়কের চাঁনপট্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজন ও ইমন দুজনই মাদারীপুরের সীমান্তবর্তী এলাকা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা বাজারে ফার্নিচারের দোকানে কাজ করতেন। গতকাল দুপুরে খাবার খাওয়ার জন্য বাড়িতে আসেন। পরে মোটরসাইকেল নিয়ে দোকানে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা টেকেরহাটগামী একটি নছিমনের (ইঞ্জিনচালিত টমটম) মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং রাজন ও তাঁর বন্ধু ইমন গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে দুজনের লাশ তাঁদের বাড়িতে এনে দাফন করা হয়েছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নেওয়া হবে।’
মাদারীপুর জেলা প্রতিনিধি 























