Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাতুয়াইলে ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ আহত, আটক ৩২

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কে এফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

এম্বুলেন্সে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যা্ওয়া হয়েছে পুলিশ সদস্যদের। এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থনকারীদের একটি দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা অনেকগুলো ককটেল বিস্ফোরণ করে। এর মধ্যে আমাদের সামনেই ৪-৫টা পড়ে। এ ঘটনায় আমাদের ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে।

গত ২৯ অক্টোবর সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। হরতাল শেষে সেদিন সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক টানা অবরোধ পালনের কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির ঘোষণার পরদিন এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

মাতুয়াইলে ককটেল বিস্ফোরণে ৩ পুলিশ আহত, আটক ৩২

প্রকাশের সময় : ১২:৫২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কে এফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

এম্বুলেন্সে করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যা্ওয়া হয়েছে পুলিশ সদস্যদের। এই ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করেছে পুলিশ। তবে তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধ সমর্থনকারীদের একটি দলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা অনেকগুলো ককটেল বিস্ফোরণ করে। এর মধ্যে আমাদের সামনেই ৪-৫টা পড়ে। এ ঘটনায় আমাদের ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।’

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে।

গত ২৯ অক্টোবর সারাদেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়। হরতাল শেষে সেদিন সন্ধ্যায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সর্বাত্মক টানা অবরোধ পালনের কর্মসূচি ঘোষণা করেন। বিএনপির ঘোষণার পরদিন এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে।