Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝরাতে ঘুমন্ত যুবককে ডেকে নিয়ে হত্যা

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে উপজেলার কাশীপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আবু তালেব (৩০) উপজেলার কাশিপুর বেঁদেপল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। আহত হয়েছেন ছবেদ আলী (৬০) নামে আরেক ব্যক্তি।

এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কাশিপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন একই গ্রামের রুবেল হোসেন। এসময় আবু তালেব বাইরে বের হলে লোহার ছুঁচালো অংশ দিয়ে বুকে আঘাত করেন রুবেল। এসময় বাধা দিতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করেন তিনি।

এক পর্যায়ে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। আহত ছবেদ আলী চিকিৎসাধীন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, লোহার ছুঁচালো অংশ দিয়ে আঘাত করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পারিবারিক ঝামেলার কারণে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

মাঝরাতে ঘুমন্ত যুবককে ডেকে নিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:৩৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫

ঝিনাইদহ জেলা প্রতিনিধি : 

ঝিনাইদহের কালীগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে লোহার রড দিয়ে আঘাত করে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে উপজেলার কাশীপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত আবু তালেব (৩০) উপজেলার কাশিপুর বেঁদেপল্লী এলাকার মৃত আয়ুব হোসেনের ছেলে। আহত হয়েছেন ছবেদ আলী (৬০) নামে আরেক ব্যক্তি।

এ ঘটনায় অভিযুক্ত রুবেল হোসেন (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রুবেল হোসেন একই এলাকার মৃত মঙ্গল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টার দিকে কাশিপুর গ্রামের আবু তালেবের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন একই গ্রামের রুবেল হোসেন। এসময় আবু তালেব বাইরে বের হলে লোহার ছুঁচালো অংশ দিয়ে বুকে আঘাত করেন রুবেল। এসময় বাধা দিতে গেলে তালেবের শ্বশুর ছবেদ আলীকেও আঘাত করেন তিনি।

এক পর্যায়ে চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। আহত ছবেদ আলী চিকিৎসাধীন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, লোহার ছুঁচালো অংশ দিয়ে আঘাত করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করেছে পুলিশ। পারিবারিক ঝামেলার কারণে হত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়ের হয়েছে।