Dhaka বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, সিঙ্গাপুরগামী ভারতীয় বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : 

মাঝ আকাশ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করল সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ফ্লাইটটি জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় দিল্লিতে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেই গোলযোগ ধরা পড়ায় বিমানটিকে আবার ঘুরিয়ে দিল্লিতে নিরাপদে অবতরণ করানো হয়। জানা গেছে, ফ্লাইটটিতে ১৯০ জন যাত্রী ছিলেন। সকলেই সুরক্ষিত আছেন।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ২৩৮০ ফ্লাইটটি রানওয়ে ছেড়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ)-এ আগুন লাগার সঙ্কেত পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান বিমানকর্মীরা। পাইলটও বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) থেকে সবুজ সঙ্কেত পেয়েই বিমান ঘুরিয়ে আবার দিল্লিতে নিয়ে আসেন পাইলট। তারপর নিরাপদে বিমানটিকে অবতরণ করান। বিমানটি উড্ডয়নের পর এক ঘণ্টার মতো আকাশে ছিল বলে জানা গেছে।

এই গোলযোগের কথা স্বীকার করেছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র। তিনি জানিয়েছেন, পাইলট এবং বিমানকর্মীদের তৎপরতায় বিমানটিকে নিরাপদে নামিয়ে আনা হয়।

তিনি বলেন, দিল্লিতে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। আমাদের গ্রাউন্ড স্টাফরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে। তাদের অন্য একটি বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে।

এদিকে, যান্ত্রিক ত্রুটি ও যাত্রীভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন বিমান সংস্থাটির মুখপাত্র। জানা গেছে, বুধবার দিবাগত রাত একটা নাগাদ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করেছিল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, সিঙ্গাপুরগামী ভারতীয় বিমানের জরুরি অবতরণ

প্রকাশের সময় : ০৮:৫৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : 

মাঝ আকাশ যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জরুরি অবতরণ করল সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার বিমান। ফ্লাইটটি জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয় দিল্লিতে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেই গোলযোগ ধরা পড়ায় বিমানটিকে আবার ঘুরিয়ে দিল্লিতে নিরাপদে অবতরণ করানো হয়। জানা গেছে, ফ্লাইটটিতে ১৯০ জন যাত্রী ছিলেন। সকলেই সুরক্ষিত আছেন।

ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ২৩৮০ ফ্লাইটটি রানওয়ে ছেড়ে উড্ডয়নের কিছুক্ষণ পরই অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট (এপিইউ)-এ আগুন লাগার সঙ্কেত পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান বিমানকর্মীরা। পাইলটও বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণের অনুমতি চান। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) থেকে সবুজ সঙ্কেত পেয়েই বিমান ঘুরিয়ে আবার দিল্লিতে নিয়ে আসেন পাইলট। তারপর নিরাপদে বিমানটিকে অবতরণ করান। বিমানটি উড্ডয়নের পর এক ঘণ্টার মতো আকাশে ছিল বলে জানা গেছে।

এই গোলযোগের কথা স্বীকার করেছেন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র। তিনি জানিয়েছেন, পাইলট এবং বিমানকর্মীদের তৎপরতায় বিমানটিকে নিরাপদে নামিয়ে আনা হয়।

তিনি বলেন, দিল্লিতে বিমানটি নিরাপদে অবতরণ করেছে। আমাদের গ্রাউন্ড স্টাফরা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। যাত্রীদের নিরাপদে নামানো হয়েছে। তাদের অন্য একটি বিমানে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে।

এদিকে, যান্ত্রিক ত্রুটি ও যাত্রীভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন বিমান সংস্থাটির মুখপাত্র। জানা গেছে, বুধবার দিবাগত রাত একটা নাগাদ বিমানটি সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করেছিল।