বিনোদন ডেস্ক :
পূজায় নতুন ছবি মুক্তি দিয়ে দুবাই ঘুরে বেড়াচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেখানে মনের মতো সময় কাটাতে গিয়ে বহু দিন আগের স্বপ্ন পূরণ হলো তার। সেই স্বপ্নপূরণের উপভোগ্য মুহূর্তের ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। তবে সেটি দুঃসাহসিক কাণ্ড! করেছেন স্কাইডাইভিং! সেখানে তাকে বিমান থেকে ঝাঁপ দিতে দেখা যাচ্ছে। মাঝ আকাশে বিভিন্ন অবস্থায় দেখা যায় তাকে।
মিমি যে বেশ কয়েক দিন ধরেই দুবাইয়ে রয়েছেন, ছুটি কাটাচ্ছেন সেটা তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাচ্ছে। সেখানে ছুটি কাটানোর একাধিক ছবিও তিনি শেয়ার করেছেন সামাজিকমাধ্যমে। এবার শেয়ার করেছেন তার স্বপ্নপূরণের ছবি। করেছেন স্কাইডাইভিং!
ছবি পোস্ট করে তিনি লেখেন, বাকেট লিস্টে টিক দিচ্ছি। অবশ্যই একটা বড় ধন্যবাদ আমার ট্রেইনার ম্যাক্সকে এটা সম্ভব করার জন্য।
অপরদিকে মিমির সেই ছবিগুলোতে অনেকেই কমেন্ট করেছেন। অভিনেত্রী ঐন্দ্রিলা সেন লিখেছেন, ‘কেমন লাগল?’ শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ফ্যান ক্লাবের তরফে দেওয়া হয়েছে ফায়ার ইমোজি।
মিমির স্কাইডাইভিং দেখে এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘আমিও একদিন করব। তখন আপনার মতো আমিও ছবি দেব’। কেউ আবার জানতে চেয়েছেন ম্যাক্স তার প্রেমিক কিনা। দুবাইয়ের রাস্তায় ঘোরা থেকে সেখানের রেস্তোরাঁতে যাওয়ার একটা রিল ভিডিও শেয়ার করেছেন মিমি।
উল্লেখ্য, দুবাই থেকে যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে নজর কেড়েছে তার নতুন হেয়ারকাট। যা দেখে নেটিজেনেদের মন্তব্য, এটা দীপাবলির স্পেশাল হেয়ারস্টাইল। মিমির এই নিউ লুক ভক্তদের বেশ পছন্দ হয়েছে।
দুর্গা পূজায় মুক্তি পেয়েছে মিমির অভিনীত ‘রক্তবীজ’। এতে তার সঙ্গে ভিক্টর বন্দ্যোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদারকে দেখা গেছে। বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে ছবিটি। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুধু একজন তারকাই নন, সাংসদও।