নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ আল লতিফ খোকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানীত সভাপতি জনাব কফিল উদ্দিন আহমেদ, কার্য্যকরী সভাপতি জনাব এম, এ, বাতেন ও মহাসচিব জনাব মোঃ সাইফুল আলম এক শোক বার্তায় বলেন, আজকে উত্তরাস্থ মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষন বিমান দূর্ঘটনায় ১৯ জন ছাত্র-ছাত্রী মৃত্যুবরন করেন ((ইন্নালিল্লাহে ..রাজেউন) ও অসংখ্য ছাত্র-ছাত্রী অগ্নিদ্বগ্ধ ও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নেতৃবৃন্দ উক্ত মৃত্যু সংবাদে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন, বিভিন্ন হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন। এবং চিকিৎসার সুব্যবস্থা করার জন্য সরকারের নিকট জোর দাবী জানান।