বিনোদন ডেস্ক :
মা হচ্ছেন ছোট পর্দার একসময়ের পরিচিত মুখ মডেল ও অভিনেত্রী ঈশানা খান। সুদূর অস্ট্রেলিয়া থেকে মা হওয়ার সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বেবি বাম্পের ছবি প্রকাশ করে তথ্যটি জানিয়েছেন নিজেই। প্রথমবারের মতো সন্তানের অপেক্ষায় ঈশানা-সারিফ চৌধুরী দম্পতি। তারা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বসবাস করছেন।
ঈশানা বলেন, সময়টা উপভোগ করছি। আমি খুব ভালো একজন লাইফ পার্টনার পেয়েছি, সে খুব সাপোর্টিভ। তাই নতুন দেশে এসেও যেমন বেগ পেতে হয়নি, মা হওয়ার সময়ও সে সর্বক্ষেত্রে সার্বক্ষণিক আমার পাশে থাকে। নতুন সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে খুব একটা কষ্ট হচ্ছে না। সকলের কাছে অনাগত সন্তানের জন্য দোয়াও চেয়েছেন তিনি।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ঈশানা। এরপর তাকে নিয়মিত দেখা গেছে টিভি পর্দায়। একের পর এক জনপ্রিয় সব নাটকে হাজির হয়েছেন। র্যাম্প মডেল হিসেবেও বেশ ভালো করছিলেন।
২০১৯ সালের ১০ জুলাই বিয়ের পিড়িতে বসেন ঈশানা। তার স্বামী স্বামী সারিফ চৌধুরী পেশায় একজন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বাস করছেন তিনি। বিয়ের পর স্বামীর সঙ্গে ঈশানাও থিতু হয়েছেন দেশটিতে।