Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মহাকাশে পাড়ি দিচ্ছেন সৌদির প্রথম নারী নভোচারী

আন্তর্জাতিক ডেস্ক : 

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে শুক্রবার (২৬ মে) রওনা দেবে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট। আর এই রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবেন রায়ানা বারনাউই নামের এক সৌদি নারী। এরমাধ্যমে সৌদি আরবের প্রথম নারী হিসেবে অন্যান্য কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। তার সঙ্গে মহাকাশে যাবেন সৌদির পুরুষ নভোচারী আলী আল-কুরনি।

স্থানীয় সময় রোববার (২১ মে) বিকেল ৫.৩৭ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে তাদের যাত্রা শুরু হবে।

রায়ানাহ সৌদির প্রথম নারী মহাকাশচারী। তিনি বর্তমানে স্তন ক্যানসার নিয়ে গবেষণা করছেন। তার সঙ্গেই ‘অ্যাক্সিওম মিশন ২’ তে অংশ নিচ্ছেন সৌদির যুবক আলি, যিনি পেশায় একজন ফাইটার বিমান চালক।

আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাক্সিয়োম স্পেসের পক্ষ থেকে এই মহাকাশযাত্রার আয়োজন করা হয়েছে। তাদের সাহায্য করবে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়সহ প্রশাসনের আরও বেশ কয়েকটি বিভাগ।

রায়ানাহ এবং আলির পাশাপাশি এই মিশনে মহাশূন্যে পাড়ি দেবেন আরও দু’জন- পেগি উইলসন নামে নাসার একজন সাবেক মহাকাশচারী এবং জন শফনার নামে টেনেসির এক ব্যবসায়ী। পেগি এই নিয়ে চতুর্থবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন। অন্যদিকে, জন এই মিশনে পাইলট হিসেবে যুক্ত হয়েছেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাতে তাদের সময় লাগবে সাড়ে ৩ দিন। সব ঠিক থাকলে সোমবার (২২ মে) দুপুর ১:৩০ নাগাদ সেখানে পৌঁছে যাওয়ার কথা তাদের। ১০ দিন শূন্যে থাকার এই মিশনের অংশ হতে পেরে দারুণ খুশি রায়ানাহ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে গবেষণার পাশাপাশি মহাশূন্যে থাকতে থাকতেই নিজের অভিজ্ঞতা শিশুদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।

সৌদির প্রথম নভোচারী হিসেবে মহাকাশে যাওয়ার প্রতিক্রিয়ায় রায়ানা বারনাউই বলেছেন, ওরা যখন পৃথিবীতে থাকা অবস্থায় নিজের জায়গা থেকে মহাকাশচারীদের দেখবে, সেই একই সময় শূন্য থেকে ওদের দেখতে পাওয়া একটা দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে।

প্রথমবার মহাকাশে যাওয়া নিয়ে উত্তেজিত আলি। তিনি বলেন, ‘অজানাকে জানার আগ্রহ তো বরাবরই ছিল। এবারে আকাশ আর তারাদের দেশে যাওয়ার সুযোগ পাচ্ছি, তাতেই দারুণ খুশি।

আগে একবার সৌদির এক নভোচারী মহাকাশ অভিযানে গিয়েছিলেন। তিনি প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ। সৌদির বিমানবাহিনীর সাবেক এই পাইলট ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র আয়োজিত মহাকাশ ভ্রমণে অংশ নিয়েছিলেন।

সৌদি আরব ২০১৮ সালে সৌদি স্পেস কমিশন প্রতিষ্ঠা করে। মহাকাশে নভোচারী পাঠানোর জন্য সংস্থাটি গত বছর একটি প্রকল্প চালু করে। সূত্র: গলফ নিউজ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

মহাকাশে পাড়ি দিচ্ছেন সৌদির প্রথম নারী নভোচারী

প্রকাশের সময় : ০৮:২৫:০১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে শুক্রবার (২৬ মে) রওনা দেবে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট। আর এই রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবেন রায়ানা বারনাউই নামের এক সৌদি নারী। এরমাধ্যমে সৌদি আরবের প্রথম নারী হিসেবে অন্যান্য কীর্তি গড়তে যাচ্ছেন তিনি। তার সঙ্গে মহাকাশে যাবেন সৌদির পুরুষ নভোচারী আলী আল-কুরনি।

স্থানীয় সময় রোববার (২১ মে) বিকেল ৫.৩৭ মিনিটে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ কানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে তাদের যাত্রা শুরু হবে।

রায়ানাহ সৌদির প্রথম নারী মহাকাশচারী। তিনি বর্তমানে স্তন ক্যানসার নিয়ে গবেষণা করছেন। তার সঙ্গেই ‘অ্যাক্সিওম মিশন ২’ তে অংশ নিচ্ছেন সৌদির যুবক আলি, যিনি পেশায় একজন ফাইটার বিমান চালক।

আন্তর্জাতিক সংস্থা ‘অ্যাক্সিয়োম স্পেসের পক্ষ থেকে এই মহাকাশযাত্রার আয়োজন করা হয়েছে। তাদের সাহায্য করবে সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়সহ প্রশাসনের আরও বেশ কয়েকটি বিভাগ।

রায়ানাহ এবং আলির পাশাপাশি এই মিশনে মহাশূন্যে পাড়ি দেবেন আরও দু’জন- পেগি উইলসন নামে নাসার একজন সাবেক মহাকাশচারী এবং জন শফনার নামে টেনেসির এক ব্যবসায়ী। পেগি এই নিয়ে চতুর্থবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছেন। অন্যদিকে, জন এই মিশনে পাইলট হিসেবে যুক্ত হয়েছেন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছাতে তাদের সময় লাগবে সাড়ে ৩ দিন। সব ঠিক থাকলে সোমবার (২২ মে) দুপুর ১:৩০ নাগাদ সেখানে পৌঁছে যাওয়ার কথা তাদের। ১০ দিন শূন্যে থাকার এই মিশনের অংশ হতে পেরে দারুণ খুশি রায়ানাহ। আন্তর্জাতিক স্পেস স্টেশনে গিয়ে গবেষণার পাশাপাশি মহাশূন্যে থাকতে থাকতেই নিজের অভিজ্ঞতা শিশুদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি।

সৌদির প্রথম নভোচারী হিসেবে মহাকাশে যাওয়ার প্রতিক্রিয়ায় রায়ানা বারনাউই বলেছেন, ওরা যখন পৃথিবীতে থাকা অবস্থায় নিজের জায়গা থেকে মহাকাশচারীদের দেখবে, সেই একই সময় শূন্য থেকে ওদের দেখতে পাওয়া একটা দুর্দান্ত অভিজ্ঞতা হতে চলেছে।

প্রথমবার মহাকাশে যাওয়া নিয়ে উত্তেজিত আলি। তিনি বলেন, ‘অজানাকে জানার আগ্রহ তো বরাবরই ছিল। এবারে আকাশ আর তারাদের দেশে যাওয়ার সুযোগ পাচ্ছি, তাতেই দারুণ খুশি।

আগে একবার সৌদির এক নভোচারী মহাকাশ অভিযানে গিয়েছিলেন। তিনি প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ। সৌদির বিমানবাহিনীর সাবেক এই পাইলট ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্র আয়োজিত মহাকাশ ভ্রমণে অংশ নিয়েছিলেন।

সৌদি আরব ২০১৮ সালে সৌদি স্পেস কমিশন প্রতিষ্ঠা করে। মহাকাশে নভোচারী পাঠানোর জন্য সংস্থাটি গত বছর একটি প্রকল্প চালু করে। সূত্র: গলফ নিউজ।