ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ সাতজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ময়মনসিং-শেরপুর সড়কের আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও পাঁচজন পুরুষ রয়েছেন। চারজনের পরিচয় জানা গেছে। এ চারজন হলো ফুলপুর উপজেলার রামভদ্রপুরের আশাবট গ্রামের ৪৫ বছর বয়সী বাবলু আহমেদ, তার স্ত্রী ৩৫ বছর বয়সী শিলা আক্তার, তাদের ছেলে ৭ বছর বয়সী মুহাম্মদ সাদমান এবং এবং দিও গ্রামের বাসিন্দা ২৫ বছর বয়সী সিএনজি চালক আল-আমিন হোসেন। বাকি তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাকান্দার দিক থেকে আসা শম্ভুগঞ্জগামী সিএনজিচালিত অটোরিকশাটি আরেকটি গাড়ি ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী একটি বাসের সামনে পড়ে যায়। এ সময় বাসটি চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কৃষক মো. আব্দুল খালেক বাংলানিউজকে বলেন, অটোরিকশাটি ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় তারাকান্দাগামী একটি মাহেন্দ্রকে যাত্রীবাহী অটোরিকশাটি পাশ কাটিয়ে ওভারটেক করতে গিয়ে হঠাৎ দ্রুতগামী বাসের মুখোমুখি পড়ে যায়। এরপর বাসটি প্রায় ৩০ গজ সামনে গিয়ে ব্রেক করে। এতে দুমড়েমুচড়ে যাওয়া অটোরিকশায় থাকা সবার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, আমি ঘটনাস্থলে আছি। ফায়ার সর্ভিসের সদস্যরাও আছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। আমরা এখনও তাদের পরিচয় জানতে পারিনি। গাড়িটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন।