Dhaka বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যরাতে ভক্তদের দেখা দিলেন শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ১৯৩ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড বাদশাহ শাহরুখ খান। লাইট-ক্যামেরা-অ্যাকশনে এখনো দারুণ সরব। শুধু তাই নয়, বক্স অফিসেও ঝড় তুলছেন তিনি। বৃহস্পতিবার (২ নভেম্বর) ৫৮ বছর পূর্ণ করলেন এই অভিনেতা। যদিও তা দেখে বোঝার উপায় নেই। বুধবার দিবাগত মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়ায় সহকর্মী-ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শাহরুখ খান। পাশাপাশি প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজার হাজার ভক্ত ছুটে যান তার বাড়ি মান্নাতের সামনে। এ মুহূর্তের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

হাতে প্ল্যাকার্ড, ফুল, কেক যেন একঝলক শাহরুখকে দেখার জন্য মান্নাতের বাইরে জনসমুদ্রের ঢেউ বয়ে যায়। ভক্তদের খালি হাতে ফেরান না শাহরুখ খানও। এবারও তার অন্যথা হল না!

মধ্যরাতে যখন ‘পীঠস্থান’ মান্নাতের বাইরে ভিড় জমিয়েছেন অনুরাগীরা, তখন আচমকাই কিং খান উঠে এলেন সেই চিরাচরিত চেনা বারান্দায়, যেখান থেকে ভক্তদের তিনি দেখা দেন।

মধ্যরাতে অনুরাগীদের স্বপ্ন পূরণ করলেন নায়ক। বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। পরনে ডেনিম জিন্স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। রেলিংয়ের ওপর উঠে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু। তার পরেই তার ট্রেডমার্ক ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। হাতজোড় করে ধন্যবাদও জানালেন সকলকে। প্রিয় নায়কের দেখা পেয়ে অনুরাগীদের উত্তেজনা এবং উচ্ছ্বাস বাঁধনছাড়া, ফাটল বাজিও।

জন্মদিনে এমন দারুণ সারপ্রাইজের জন্য ভক্তদের পাল্টা ধন্যবাদও জানালেন বলিউড বাদশা। টুইটারের বর্তমান ভার্সন (এক্স) হ্যান্ডেলে লেখেন, এটা জাস্ট অবিশ্বাস্য, মধ্য রাতে যেভাবে তোমরা এসে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলে। আমি একজন অভিনেতা মাত্র। আমি তোমাদের একটু বিনোদন দিতে পারি, এর থেকে আমার কাছে আর আনন্দের কিছুই নেই। তোমাদের সকলকে বিনোদন দেওয়ার যে সুযোগ পেয়েছি, তার জন্য ধন্যবাদ। সকালে দেখা হবে। অনস্ক্রিন আর অফস্ক্রিনেওৃ।

এদিকে, জন্মদিনে ‘ডানকি’র এব ঝলক প্রকাশ্যে নিয়ে এসেছেন শাহরুখ খান। টিজারেই দেখা গেল, বাদশার অন্যরকম লুক। যে অবতারে ৫৮ বছর বয়সকেও যেন তুড়ি মেরে ওড়ালেন কিং খান! শাহরুখ বললেন, একদল সহজ সরল, সাদামাটা মানুষ এবং তাদের স্বপ্নপূরণের বাস্তব গল্প বলবে ‘ডানকি’।

টিজারে বাদশার বন্ধুর ভূমিকায় দেখা গেছে ভিকি কৌশলকে এবং প্রেমিকার চরিত্রে ধরা দিলেন তাপসী পান্নুও। শরণার্থীর ভূমিকায় দেখা গেল তাদের সবাইকে। তবে এতো শুধু প্রথম দর্শন মাত্র।

২২ ডিসেম্বর মুক্তি পাবে রাজকুমার হিরানির নির্মিত ‘ডানকি’। সিনেমাটিতে আরও রয়েছেন ধর্মেন্দ্র, বোমান ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।

১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ম্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।

দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ খান। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। কিন্তু অভিনয় জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি। তবে বলিউডে ক্যারিয়ার শুরুর দিকে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-তে ভর্তি হন এই শিল্পী।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ।

একই বছর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ। তার পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ খান। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত; পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। যদিও তার এই সফলতার জার্নির গল্প মোটেও সহজ ছিল। আর সে গল্প সবারই জানা।

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে মোট পনেরোবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে আটবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন মোট পাঁচবার।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

মধ্যরাতে ভক্তদের দেখা দিলেন শাহরুখ

প্রকাশের সময় : ০৪:৩৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউড বাদশাহ শাহরুখ খান। লাইট-ক্যামেরা-অ্যাকশনে এখনো দারুণ সরব। শুধু তাই নয়, বক্স অফিসেও ঝড় তুলছেন তিনি। বৃহস্পতিবার (২ নভেম্বর) ৫৮ বছর পূর্ণ করলেন এই অভিনেতা। যদিও তা দেখে বোঝার উপায় নেই। বুধবার দিবাগত মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়ায় সহকর্মী-ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শাহরুখ খান। পাশাপাশি প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে হাজার হাজার ভক্ত ছুটে যান তার বাড়ি মান্নাতের সামনে। এ মুহূর্তের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।

হাতে প্ল্যাকার্ড, ফুল, কেক যেন একঝলক শাহরুখকে দেখার জন্য মান্নাতের বাইরে জনসমুদ্রের ঢেউ বয়ে যায়। ভক্তদের খালি হাতে ফেরান না শাহরুখ খানও। এবারও তার অন্যথা হল না!

মধ্যরাতে যখন ‘পীঠস্থান’ মান্নাতের বাইরে ভিড় জমিয়েছেন অনুরাগীরা, তখন আচমকাই কিং খান উঠে এলেন সেই চিরাচরিত চেনা বারান্দায়, যেখান থেকে ভক্তদের তিনি দেখা দেন।

মধ্যরাতে অনুরাগীদের স্বপ্ন পূরণ করলেন নায়ক। বাড়ির লাগোয়া সেই পরিচিত বারান্দায় এসে হাত নাড়লেন ভক্তদের উদ্দেশে। পরনে ডেনিম জিন্স, কালো রঙের টি-শার্ট, মাথায় কালো টুপি এবং চোখে চশমা। রেলিংয়ের ওপর উঠে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু। তার পরেই তার ট্রেডমার্ক ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। হাতজোড় করে ধন্যবাদও জানালেন সকলকে। প্রিয় নায়কের দেখা পেয়ে অনুরাগীদের উত্তেজনা এবং উচ্ছ্বাস বাঁধনছাড়া, ফাটল বাজিও।

জন্মদিনে এমন দারুণ সারপ্রাইজের জন্য ভক্তদের পাল্টা ধন্যবাদও জানালেন বলিউড বাদশা। টুইটারের বর্তমান ভার্সন (এক্স) হ্যান্ডেলে লেখেন, এটা জাস্ট অবিশ্বাস্য, মধ্য রাতে যেভাবে তোমরা এসে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গেলে। আমি একজন অভিনেতা মাত্র। আমি তোমাদের একটু বিনোদন দিতে পারি, এর থেকে আমার কাছে আর আনন্দের কিছুই নেই। তোমাদের সকলকে বিনোদন দেওয়ার যে সুযোগ পেয়েছি, তার জন্য ধন্যবাদ। সকালে দেখা হবে। অনস্ক্রিন আর অফস্ক্রিনেওৃ।

এদিকে, জন্মদিনে ‘ডানকি’র এব ঝলক প্রকাশ্যে নিয়ে এসেছেন শাহরুখ খান। টিজারেই দেখা গেল, বাদশার অন্যরকম লুক। যে অবতারে ৫৮ বছর বয়সকেও যেন তুড়ি মেরে ওড়ালেন কিং খান! শাহরুখ বললেন, একদল সহজ সরল, সাদামাটা মানুষ এবং তাদের স্বপ্নপূরণের বাস্তব গল্প বলবে ‘ডানকি’।

টিজারে বাদশার বন্ধুর ভূমিকায় দেখা গেছে ভিকি কৌশলকে এবং প্রেমিকার চরিত্রে ধরা দিলেন তাপসী পান্নুও। শরণার্থীর ভূমিকায় দেখা গেল তাদের সবাইকে। তবে এতো শুধু প্রথম দর্শন মাত্র।

২২ ডিসেম্বর মুক্তি পাবে রাজকুমার হিরানির নির্মিত ‘ডানকি’। সিনেমাটিতে আরও রয়েছেন ধর্মেন্দ্র, বোমান ইরানি, সতীশ শাহ, পরীক্ষিত সাহনি।

১৯৬৫ সালে ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। তার শৈশবের প্রথম পাঁচ বছর কেটেছে ম্যাঙ্গালুরুতে। শাহরুখের দাদা ইফতিখার আহমেদ স্থানীয় পোর্টের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। যার কারণে সেখানে বসবাস করেন তারা। শাহরুখের বাবার নাম তাজ মোহাম্মদ খান, মা লতিফ ফাতিমা।

দিল্লির হংসরাজ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ খান। তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়াতে গণযোগাযোগ বিষয়ে মাস্টার্সে ভর্তি হন। কিন্তু অভিনয় জীবন শুরু করার কারণে পড়াশোনা ছেড়ে দেন তিনি। তবে বলিউডে ক্যারিয়ার শুরুর দিকে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা-তে ভর্তি হন এই শিল্পী।

১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন শাহরুখ খান। রোমান্টিক ঘরানার এ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। সিনেমাটিতে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন শাহরুখ।

একই বছর ‘চমৎকার’, ‘দিল আসনা হে’ ও ‘রাজু বান গেয়া জেন্টলম্যান’ সিনেমায় অভিনয় করেন শাহরুখ। তার পরের বছর ‘ডর’ ও ‘বাজিগর’ সিনেমায় অভিনয় করে নিজের জাত চেনান শাহরুখ খান। তার অভিনয়ের জাদুতে মুগ্ধ হন কোটি ভক্ত; পৌঁছে যান সাফল্যের চূড়ায়। তার অভিনয়ের খ্যাতি আরো বাড়তে থাকে যশরাজ ফিল্মসের সিনেমায় ধারাবাহিকভাবে অভিনয় করে। একের পর এক হিট সিনেমা দিয়ে জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করেন শাহরুখ। যদিও তার এই সফলতার জার্নির গল্প মোটেও সহজ ছিল। আর সে গল্প সবারই জানা।

অভিনয় ক্যারিয়ারে অসংখ্য সম্মাননা পেয়েছেন শাহরুখ খান। তার মধ্যে মোট পনেরোবার ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছেন। এর মধ্যে আটবার সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পেয়েছেন তিনি। হিন্দি সিনেমায় বিশেষ অবদানের জন্য ২০০২ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে ভারত সরকার। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন মোট পাঁচবার।