পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়ায় নিখোঁজের ১১ দিন পর ৪ ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার করেছেন থানা পুলিশ।
তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার (১১ মে) সকালে নিখোঁজ হওয়া ৪ ছাত্রীকে ঢাকার দারুস সালাম এলাকা থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ৪ ছাত্রীর ২ জন মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রী। অপর ২ জনের একজন মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী, আরেকজন গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।
মঠবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে মঠবাড়িয়া থেকে নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীর সন্ধান ঢাকায় পাওয়ার পরে তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে নিয়ে পুলিশ ঢাকা থেকে মঠবাড়িয়ায় আসা হবে।
ওসি মো. কামরুজ্জামান তালুকদার আরও বলেন, ছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় পৃথক পৃথক ডায়েরি করা হয়েছিল। নিখোঁজ ছাত্রীদের সঙ্গে কথা বলার পরে বলা যাবে, নিখোঁজ ছাত্রীরা কাদের মাধ্যমে ঢাকায় গিয়েছিল।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রোববার সকালে বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে ওই ৪ শিক্ষার্থীরা বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি ফিরে আসেনি।
উল্লেখ্য, গত রোববার (৩০ এপ্রিল) সকালে বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হয়ে ওই চার ছাত্রী নিখোঁজ হয়ে যায়। এমনকি ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকে। অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে না পেয়ে অভিভাবকরা মঠবাড়িয়া থানায় পৃথক পৃথক ভাবে সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, ওই চার ছাত্রীর মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তারা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ও উচ্চ লাফ বিভিন্ন খেলাধুলায় উপজেলা জেলা-বিভাগসহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।