বিনোদন ডেস্ক :
মঞ্চে গান গাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। মঙ্গলবার (২১ জানুয়ারি) কোচবিহারের দিনহাটায় গানের অনুষ্ঠানে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁর নিশ্বাসে সমস্যা দেখা দেয়। রাতেই তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পিতা প্রাক্তন মন্ত্রী কমল গুহর ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। দিনহাটা সংহতি ময়দানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে গিয়েছিলেন মোনালি ঠাকুর।
দিনহাটা উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মোনালি ঠাকুরের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নেওয়া হয়েছে।
বর্তমানে মোনালি ঠাকুরের চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার উপর পর্যবেক্ষণ রাখা হয়েছে। এ ঘটনার পর উৎসবে উপস্থিত দর্শকরা এবং তার অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।
বিনোদন ডেস্ক 
























