Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মঞ্চে ওঠার আগে বাথরুমে মিলল গায়িকার মরদেহ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
  • ১৯৯ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিট আগেই ঘটে অঘটন। বাথরুম থেকে উদ্ধার হয় জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের মরদেহ! গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের।

তিনি মঞ্চ মাতাবেন, যারই অপেক্ষায় ছিলেন দর্শক ও শ্রোতারা। কিন্তু তার কয়েক মিনিট আগ পর্যন্ত ব্যাকস্টেজে দেখা মেলেনি এই গায়িকার। তখনই লি সাং ইউনকে খুঁজতে শুরু করেন তার দলের সদস্য এবং ওই কনসার্টের আয়োজকরা।

এ সময় বাথরুমে খুঁজতে গিয়ে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে লি সাং ইউনের মরদেহ। গায়িকাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে লি সাং ইউনের মৃত্যুর খবর জানানো হয় পুলিশের পক্ষ থেকে। যদিও কীভাবে গায়িকার মৃত্যু হলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতোমধ্যেই সেই রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মঞ্চে ওঠার আগে বাথরুমে মিলল গায়িকার মরদেহ

প্রকাশের সময় : ০৩:৫৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিট আগেই ঘটে অঘটন। বাথরুম থেকে উদ্ধার হয় জনপ্রিয় কোরিয়ান গায়িকা লি সাং ইউনের মরদেহ! গিমচেওন মিউনিসিপ্যাল কোয়্যারে পারফর্ম করার কথা ছিল লি সাং ইউনের।

তিনি মঞ্চ মাতাবেন, যারই অপেক্ষায় ছিলেন দর্শক ও শ্রোতারা। কিন্তু তার কয়েক মিনিট আগ পর্যন্ত ব্যাকস্টেজে দেখা মেলেনি এই গায়িকার। তখনই লি সাং ইউনকে খুঁজতে শুরু করেন তার দলের সদস্য এবং ওই কনসার্টের আয়োজকরা।

এ সময় বাথরুমে খুঁজতে গিয়ে দেখা যায়, মেঝেতে পড়ে রয়েছে লি সাং ইউনের মরদেহ। গায়িকাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে লি সাং ইউনের মৃত্যুর খবর জানানো হয় পুলিশের পক্ষ থেকে। যদিও কীভাবে গায়িকার মৃত্যু হলো তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। তবে ইতোমধ্যেই সেই রহস্য উদঘাটন করতে তদন্ত শুরু করেছে পুলিশ।