নিজস্ব প্রতিবেদক :
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে হাসপাতালে বহির্বিভাগ সেবা চালু ও সীমিত আকারে ইনডোর সেবা চালুর ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেলের আন্দোলনরত চিকিৎসকরা। জরুরি বিভাগ আগের মতো চালু থাকবে বলেও জানান তারা।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ঢামেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন ডা. আব্দুল আহাদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) থেকে সীমিত পরিসরে (সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত) বর্হিবিভাগ চালু থাকবে। আর সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। তবে রোগীদের স্বার্থে প্রাইভেট সেবা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।
ডা. আহাদ দুই দফা ঘোষণা দিয়ে বলেন, অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে যেন এই ধরণের অপরাধ না হয়। রোগীর নিরাপত্তা নিশ্চিতকরণে পদক্ষেপ নিতে হবে। অতি দ্রুত জেলা, উপজেলার সরকারি হাসপাতালে চিকিৎসক ও রোগীর সুরক্ষায় নিরাপত্তা বাহিনী প্রদান করতে হবে।
তিনি বলেন, দেশে গণ-আন্দোলনের প্রধান দাবি ছিল ফ্যাসিবাদের সংস্কার। কিন্তু দেশের সবচেয়ে বড় মন্ত্রণালয় হওয়া স্বত্বেও কোন সংস্কার হয়নি। দেশে আগেও চিকিৎসকদের ওপর হামলা হয়েছে, বিচার হয়নি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হামলাকারীদের মধ্যে একজন সন্ত্রাসী ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চারজন সন্ত্রাসীকে গ্রেফতার করায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে ধন্যবাদ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক 





















