আগ্নেয়গিরির জেগে ওঠা মানেই ভয়ঙ্কর ব্যাপার। এর অগ্নুৎপাত মানেই প্রাকৃতিক বিপর্যয়। কোথাও কোনো আগ্নেয়গিরির জ্বালামুখ খুলে গেলে দ্বিগবিদিক ছুটে বেড়ায় মানুষ।
আগ্নেয়গিরির কাছাকাছি স্থান থেকে যত দ্রুত সরে পড়া যায় সেই পথ খুঁজে। আর গুয়াতেমালায় ঘটছে উল্টো ঘটনা।
সেখানের এক আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হতে দেখে ভয়ে পালানো তো দূরের কথা, উল্টো ‘পিৎজা’ তৈরির উৎসবে মেতেছেন পর্যটকরা।
জানা গেছে, লাতিন আমেরিকার দেশ গুয়াতেমালার প্যাচায়া আগ্নেয়গিরিতে ফেব্রুয়ারি থেকে লাভা নির্গত হচ্ছে। সেখানকার বাসিন্দা ডেভিড গার্সিয়া সেই আগ্নেয়গিরির পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে যাওয়া লাভার উত্তাপ কাজে লাগিয়ে তৈরি করছেন সুস্বাদু পিৎজা।
বিষয়টি পর্যটকরা বিস্মিত ও রোমাঞ্চিত। তারা লাভার উদগীরণ দেখছেন আর গর্সিয়ার তৈরি পিৎজা উপভোগ করছেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি ভিডিও আপলোড করেছে এএফপি।
ভিডিওতে দেখা যাচ্ছে, গরম আগ্নেয়গিরির ১০০০ ডিগ্রির বেশি তাপমাত্রায় তরল লাভার মধ্যে বড় একটি ট্রেতে পিৎজা বানাচ্ছেন ডেভিড গার্সিয়া। আর তা পর্যটক এবং স্থানীয়দের পরিবেশনও করেছেন। পর্যটকরা গোগ্রাসে পিৎসা গিলছেন।
৩৪ বছর বয়সী গার্সিয়া স্মোলারিং আগ্নেয়শিলার ওপর তৈরি তার পিৎজা নাম দিয়েছেন “প্যাচায়া পিৎজা”। কেউ কেউ আর একে ভলকানো পিৎজাও বলছেন।