Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বাসচাপায় শিশুসহ নিহত ২

ভোলা জেলা প্রতিনিধি : 

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. হাসান (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দু’জনই পথচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক সিটিং সার্ভিস নামের একটি বাস চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা ১১টার দিকে লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপা পরেন চার পথচারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসনাইন ও জব্বারকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহতদের ভোলা ও বরিশাল রেফার্ড করা হয়।

পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

ভোলায় বাসচাপায় শিশুসহ নিহত ২

প্রকাশের সময় : ০২:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

ভোলা জেলা প্রতিনিধি : 

ভোলার লালমোহনে যাত্রীবাহী বাসচাপায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন।

রোববার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মো. হাসান (৭) লালমোহন পৌর ৫ নম্বর ওয়ার্ডের মো. ভুট্টো মিয়ার ছেলে এবং মো. জব্বার হোসেন একই উপজেলার পৌর ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। নিহত দু’জনই পথচারী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা বাস মালিক সমিতির ডাইরেক সিটিং সার্ভিস নামের একটি বাস চরফ্যাশন থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা ১১টার দিকে লালমোহন উপজেলার নাঙ্গলখালী ব্রিজ সংলগ্ন আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস চাপা পরেন চার পথচারী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হাসনাইন ও জব্বারকে মৃত ঘোষণা করেন। এছাড়াও গুরুতর আহতদের ভোলা ও বরিশাল রেফার্ড করা হয়।

পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।