Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভোটারদের আস্থা ও সচেতনতা বাড়াতে সহায়তা করবে ইইউ : ইসি সচিব

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • ২১৭ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোটারদের আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়াও, প্রবাসীদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে। কীভাবে তাদের ভোটের ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের সাথে আমাদের কথা হয়েছে।

ইসির সিনিয়র সচিব বলেন, ইইউয়ের সদস্যরা দু’সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সবক্ষেত্রে।

আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটার যারা আছে তাদের ভোটের ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি। এটি জটিল প্রক্রিয়া হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সাথে আমরা কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি, তাতে বুঝেছি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়।

আগামী সপ্তাহে ইইউ সফররত প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভোটারদের আস্থা ও সচেতনতা বাড়াতে সহায়তা করবে ইইউ : ইসি সচিব

প্রকাশের সময় : ০৩:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

ভোটারদের মধ্যে আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে রাজানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোটারদের আস্থা ও সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহায়তা করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়াও, প্রবাসীদের ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে। কীভাবে তাদের ভোটের ব্যবস্থা করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের সাথে আমাদের কথা হয়েছে।

ইসির সিনিয়র সচিব বলেন, ইইউয়ের সদস্যরা দু’সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন তারা। সব লেভেলে একটাই কথা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সবক্ষেত্রে।

আখতার আহমেদ বলেন, প্রবাসী ভোটার যারা আছে তাদের ভোটের ব্যবস্থা কিভাবে করা যায় সে বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যের সঙ্গে আমাদের কথা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি। এটি জটিল প্রক্রিয়া হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সাথে আমরা কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সাথে কথা বলেছি, তাতে বুঝেছি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়।

আগামী সপ্তাহে ইইউ সফররত প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।