আন্তর্জাতিক ডেস্ক :
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের তিন নাগরিকসহ আরও ৬ বিদেশিকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে স্পেনের দুজন এবং চেকপ্রজাতন্ত্রের এক নাগরিক রয়েছেন। বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী ডিয়োসদাদু কাবেলো বলেন, শত শত অস্ত্রও জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যার ষড়যন্ত্র এঁটেছিলেন।
বিবিসি লিখেছে, বিতর্কিত নির্বাচনে মাদুরোর জয়লাভের পর তার ঘনিষ্ঠ ১৬ কর্মকর্তার ওপর ওয়াশিংটনের নিষেধাজ্ঞার দুই দিন বাদে এ গ্রেপ্তারের ঘটনা ঘটল।
ভেনেজুয়েলা সরকার বলছে, গ্রেপ্তার স্প্যানিয়ার্ডদের সঙ্গে মাদ্রিদের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের (সিএনআই) যোগসূত্র মিলেছে। যদিও স্পেন সরকারের কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ওই দুজন গোয়েন্দা সংস্থার কেউ না।
কাবেলো শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, এর (ষড়যন্ত্রে) নেতৃত্বে আছে সিআইএ, এটা আমাদের অবাক করেনি। কিন্তু এই এলাকায় স্পেনের ন্যাশনাল ইন্টেলিজেন্স সেন্টারের তৎপরতা সাধারণত সামনে আসে না। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, আমি এবং আমাদের দল ও বিপ্লবের নেতৃত্বদানকারী কমরেডদের হত্যার উদ্দেশ্যে একদল ভাড়াটে সেনা খোঁজার কথাও গ্রেপ্তার দুজন (স্প্যানিয়ার্ড) আমাদের বলেছেন।
অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্র বলেছে, মাদুরোকে উৎখাতের ষড়যন্ত্রে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার যে কোনো দাবিই নিঃসন্দেহে মিথ্যা।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটের গণতান্ত্রিক সমাধানে ওয়াশিংটন সবসময় সমর্থন দেবে।
বিবিসি লিখেছে, মাদুরো সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের দ্বন্দ্বের মধ্যে দেশ দুটির নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তারের ঘটনা ঘটল।
কাবেলো জানান, রাজধানী কারাকাসের দক্ষিণে পুয়ের্তো আজাকুচো থেকে স্প্যানিয়ার্ডদের ধরা হয়েছে।
ভেনেজুয়েলার কাছে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য চাওয়ার পাশাপাশি তাদের সঙ্গে স্প্যানিশ দূতাবাসের কথা বলার সুযোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে স্পেন কর্তৃপক্ষ।
অভিযানে ৪০০ আগ্নেয়াস্ত্র জব্দ করার কথা জানিয়ে কাবেলো বলেন, তারা (গ্রেপ্তাররা) ফরাসি ভাড়াটে সৈন্যদের সঙ্গে যোগাযোগ করেছে, তারা পূর্ব ইউরোপের ভাড়াটে সৈন্যদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমাদের দেশে আক্রমণ চেষ্টার একটি অভিযানে তাদের সম্পৃক্ততা রয়েছে।
ভেনেজুয়েলার সরকারকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার জের ধরে সপ্তাহ দুয়েক ধরে স্পেন ও ভেনেজুয়েলোর মধ্যে উত্তেজনা চলছে। এর মধ্যে শুক্রবার কারাকাসে স্পেনের রাষ্ট্রদূতকে তলব করেন ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল।
মাদুরোর ১৬ কর্মকর্তার ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞার কথা জানায় মার্কিন অর্থ দপ্তর।
তারা বলেছে, ‘মাদুরোর প্রতারণামূলক ও অবৈধ বিজয় দাবি এবং নির্বাচনের পর মত প্রকাশের স্বাধীনতার ওপর নিষ্ঠুর দমনপীড়নের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের’ এ নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।
এদিকে স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে- তারা ভেনেজুয়েলার কাছে এ ব্যাপারে তথ্য চেয়েছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, স্পেনের দূতাবাস থেকে ভেনেজুয়েলা সরকারের কাছে একটি মৌখিক নোট পাঠানো হয়েছে। সেখানে আটক নাগরিকদের সঙ্গে যোগাযোগের সুযোগ দিতে বলা হয়েছে। ’
ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পর ওই সময় ফল প্রত্যাখ্যান করে রাস্তায় নামেন বিক্ষোভকারী। তাদের ওপর কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। বিরোধীরা বলছেন, মাদুরোকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণা করা হয়েছে জালিয়াতির মাধ্যমে।
২০১৩ সালে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে ১১ বছর ধরে প্রেসিডেন্ট পদে রয়েছেন মাদুরো। টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন এবার। এই নির্বাচনের মাধ্যমে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো আবারও ক্ষমতায় আসেন। তবে এবার সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। নিকোলাস মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির ২৫ বছর ধরে দেশটিতে ক্ষমতায় আছেন।
বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্যান্সারে মারা যান ২০১৩ সালে। এরপর ক্ষমতায় আসেন ৬১ বছর বয়সী মাদুরো। এবার সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে এডমুন্ডো গনজালেজ উরুতিয়াকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে। প্রধান বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে সরকারি দায়িত্ব গ্রহণে নিষিদ্ধ করার পর তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।
আগের দুটি নির্বাচনে (২০১৩ ও ২০১৮) বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস জিতেছিলেন। মাদুরো তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলেন, যা ২০২৫ সালে শুরু হয়ে ছয় বছর চলবে। তিনি বাম ও গণতান্ত্রিক দলগুলোর একটি বিশাল জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা ২৫ বছর আগে সংঘটিত বলিভারিয়ান বিপ্লবকে রক্ষা করতে একত্র হয়েছে।