সিলেট জেলা প্রতিনিধি :
আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। এবার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ৪ দশমিক ৪ মাত্রার এই কম্পনের উৎপত্তিস্থল সিলেটের পার্শ্ববর্তী এলাকা।
ভূমিকম্পে সিলেটে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পে অনেকেই আতংকিত হন। এ সময় লোকজনকে আতঙ্কে বাসা-বাড়ি বা ব্যবসা-প্রতিষ্ঠান থেকে রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়।
ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শাহ সজিব হোসাইন।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ঢাকা থেকে ২৬৩ কিলোমিটার উত্তর-উত্তর পূর্ব দিকে আসামের কাছারে। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ বেশ কিছু এলাকায় কম্পনের মাত্রা পর্যবেক্ষণ করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত ২৯ আগস্ট দুপুর ১টা ১৩ মিনিটের দিকে সিলেটে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়।
এরও আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৪৯ মিনিটে ৫ দশমিক ৫ মাত্রায় ভূমিকম্পে কেঁপে ওঠেছিল সিলেট। ফের মৃদু ভূমিকম্পে এ অঞ্চলের মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে।