Dhaka মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভুটানের লিগে খেলতে গেলেন তহুরা-শামসুন্নাহার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

ভুটানের চলমান ন্যাশনাল উইমেন্স লিগে আলোচিত এখন বাংলাদেশের মেয়েরা। গোলের বন্যা বইয়ে দিয়ে নিজেদের দল জেতাচ্ছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণারা। সেই ধারাবাহিকতায় এবার ভুটানের লিগে যোগ দিচ্ছেন বাংলাদেশের আরও দুই নারী ফুটবলার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। তারা দুইজন খেলবেন রয়েল থিম্পু কলেজ এফসিতে।

সোমবার (২১ জুলাই) সকালে ভুটান পৌঁছেছেন তহুরা এবং শামসুন্নাহার জুনিয়র। দু’জনই প্রথমবারের মতো দেশের বাইরের কোনো লিগ খেলবেন।

ভুটানের এই ক্লাব গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল। এবারও তারা এএফসি টুর্নামেন্ট খেলবে। ফলে এএফসি টুর্নামেন্ট খেলার সম্ভাবনা রয়েছে তহুরা ও শামসুন্নাহারের। গতবার নিবন্ধন জটিলতায় বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনকে খেলাতে পারেনি ক্লাবটি।

সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া পারো এফসির হয়ে খেলছেন। এরপর ট্রান্সপোর্ট ও থিম্পু এফসির হয়ে খেলতে গিয়েছেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। আজ দুুই জন যাওয়ায় ভুটান লিগে বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়িয়েছে ১২-তে।

বাংলাদেশ মার্চে এশিয়ান কাপে খেলবে। ভুটানের নারী লিগ চলবে নভেম্বর পর্যন্ত। এরপর আবার সাফ নারী ক্লাব টুর্নামেন্ট হওয়ার কথা। দেশি-বিদেশি ক্লাবের ব্যস্ততায় জাতীয় দলের প্রস্তুতি বাফুফে কীভাবে নেবে সেটাই দেখার বিষয়।

ভুটানের লিগে খেলতে যাওয়ার বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে তহুরা লিখেছেন, ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা; সবাই দোয়া করবেন।

কদিন আগে উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে আলো ছড়ান তহুরা, শামসুন্নাহার জুনিয়র। দুজনেই গোল করেন ৩টি করে। বাছাই পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে বাংলাদেশও।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভুটানের লিগে খেলতে গেলেন তহুরা-শামসুন্নাহার

প্রকাশের সময় : ০১:২২:৪২ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

ভুটানের চলমান ন্যাশনাল উইমেন্স লিগে আলোচিত এখন বাংলাদেশের মেয়েরা। গোলের বন্যা বইয়ে দিয়ে নিজেদের দল জেতাচ্ছেন সাবিনা খাতুন, ঋতুপর্ণারা। সেই ধারাবাহিকতায় এবার ভুটানের লিগে যোগ দিচ্ছেন বাংলাদেশের আরও দুই নারী ফুটবলার তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। তারা দুইজন খেলবেন রয়েল থিম্পু কলেজ এফসিতে।

সোমবার (২১ জুলাই) সকালে ভুটান পৌঁছেছেন তহুরা এবং শামসুন্নাহার জুনিয়র। দু’জনই প্রথমবারের মতো দেশের বাইরের কোনো লিগ খেলবেন।

ভুটানের এই ক্লাব গত বছর এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগে খেলেছিল। এবারও তারা এএফসি টুর্নামেন্ট খেলবে। ফলে এএফসি টুর্নামেন্ট খেলার সম্ভাবনা রয়েছে তহুরা ও শামসুন্নাহারের। গতবার নিবন্ধন জটিলতায় বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুনকে খেলাতে পারেনি ক্লাবটি।

সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া পারো এফসির হয়ে খেলছেন। এরপর ট্রান্সপোর্ট ও থিম্পু এফসির হয়ে খেলতে গিয়েছেন মারিয়া মান্দা, সানজিদা খাতুন, মাসুরা পারভীন, রুপনা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র। আজ দুুই জন যাওয়ায় ভুটান লিগে বাংলাদেশের নারী ফুটবলারের সংখ্যা দাঁড়িয়েছে ১২-তে।

বাংলাদেশ মার্চে এশিয়ান কাপে খেলবে। ভুটানের নারী লিগ চলবে নভেম্বর পর্যন্ত। এরপর আবার সাফ নারী ক্লাব টুর্নামেন্ট হওয়ার কথা। দেশি-বিদেশি ক্লাবের ব্যস্ততায় জাতীয় দলের প্রস্তুতি বাফুফে কীভাবে নেবে সেটাই দেখার বিষয়।

ভুটানের লিগে খেলতে যাওয়ার বার্তা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করে তহুরা লিখেছেন, ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা; সবাই দোয়া করবেন।

কদিন আগে উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে জাতীয় দলের হয়ে আলো ছড়ান তহুরা, শামসুন্নাহার জুনিয়র। দুজনেই গোল করেন ৩টি করে। বাছাই পেরিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে বাংলাদেশও।