স্পোর্টস ডেস্ক :
কার্লো আনচেলত্তির অধীনে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল ব্রাজিল। তবে প্রথম জয় ও বিশ্বকাপ নিশ্চিত করতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইতালিয়ান কোচকে। ঘরের মাঠ নেউ কুইমিকা অ্যারেনায় বুধবার (১১ জুন) বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। আর এই জয়ের সুবাদে দুই ম্যাচ হাতে রেখেই ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিলের একমাত্র গোলটি করেছেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র।
আগের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ব্রাজিল বল দখল ও রক্ষণে ভালো করলেও আক্রমণে ছিল নিষ্প্রভ। তবে আজ প্যারাগুয়ের বিপক্ষে সেই সমস্যা কাটিয়ে ওঠে আনচেলত্তির দল। ম্যাচের ৭৩ শতাংশ বলের দখল ছিল ব্রাজিলের। শট নিয়েছে ১১টি, যার চারটি ছিল লক্ষ্যে। প্যারাগুয়ে গোলের উদ্দেশ্যে শট নিতে পেরেছে মাত্র ৫টি।
ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবলে শুরু করে ব্রাজিল। উইং দিয়ে ভীতি ছড়াতে থাকেন রাফিনিয়া। কার্ডের খাড়ায় একুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে ছিলেন না তিনি। অষ্টম মিনিটে ডি বক্সের বাইরে থেকে বার্সেলোনা ফরোয়ার্ডের শট যায় গোলরক্ষকের গ্লাভসে।
চার মিনিট পর গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন ভিনিসিউস। মাথেউস কুইয়ার চমৎকার ক্রসে কেবল ঠিকমতো পা ছোঁয়ানো প্রয়োজন ছিল তার। সেই কাজটা করতে পারেননি রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।
৩৫তম মিনিটে গোলের আরেকটা বড় সুযোগ হাতছাড়া করে স্বাগতিকরা। গাব্রিয়েল মার্তিনেল্লির ক্রসে খুব কাছ থেকে অবিশ্বাস্যভাবে বাইরে হেড করেন কুইয়া।
মনে হচ্ছিল সমতায় শেষ হতে যাচ্ছে প্রথমার্ধ। কিন্তু ৪৪তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। তিন জনের চ্যালেঞ্জের মুখে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রাফিনিয়া। ছুটে গিয়ে বল ধরে বাইলাইন থেকে কাটব্যাক করেন কুইয়া। এবার প্রয়োজনীয় টোকা দিতে কোনো ভুল করেননি ভিনিসিউস।
আনচেলত্তি কোচ হওয়ার পর ব্রাজিলের এটিই প্রথম গোল।
দ্বিতীয়ার্ধেও প্রথম ভালো সুযোগ তৈরি করে ব্রাজিল। ব্রুনো গিমারাইসের শট গোললাইন থেকে ফিরিয়ে দেন হুয়ান কাসেরেস। পরের মিনিটে প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়ার শট ব্যর্থ করে দেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। লক্ষ্যে এটাই ছিল প্যারাগুয়ের একমাত্র শট।
৭৭তম মিনিটে রাফিনিয়ার বাঁ পায়ের গতিময় শট ফিরিয়ে দেন প্যারাগুয়ে গোলরক্ষক। ৮৯তম গিমারাইসের জোরাল শটও ব্যর্থ করে দেন তিনি।
এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট প্যারাগুয়ের। কনমেবল অঞ্চল থেকে সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে শীর্ষ ছয় দল। তালিকার সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার সংগ্রহ ১৮ পয়েন্ট। ফলে বাকি দুটি ম্যাচ হারলেও ব্রাজিলের বিশ্বকাপে খেলা নিশ্চিত।