আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের মহারাষ্ট্রের বুলধানায় দুটি বাসের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
শুক্রবার (২৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে মালকাপুর এলাকার নান্দুর নাকা ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ জানায়, বালাজি ট্রাভেলস নামে একটি সংস্থার মালিকানাধীন বাস অমরনাথ যাত্রা তীর্থস্থান থেকে হিঙ্গোলি জেলায় ফিরছিল। অন্যটি রয়্যাল ট্রাভেলস সংস্থার মালিকানাধীন। নান্দুর নাকায় একটি বাস অন্যটিকে ওভারটেক করার পর দুটির মধ্যে সংঘর্ষ হয়।
গুরুতর আহত ২০ জনকে বুলধানার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সামান্য আহত ৩২ জনকে স্থানীয় গুরুদুয়ারায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের মধ্যে অমরনাথ থেকে ফেরা বাসের চালকও রয়েছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, সড়ক থেকে দুর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে বুলধানা জেলায় দ্বিতীয়বারের মতো বড় ধরনের বাস দুর্ঘটনা ঘটল। এর আগে গত ১ জুলাই বুলধানা সমৃদ্ধি-মহামার্গ এক্সপ্রেসওয়েতে একটি বাসে আগুন লেগে তিন শিশুসহ অন্তত ২৫ জন মারা যান এবং ৮ জন আহত হন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ৫ লাখ ভারতীয় রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।
এর আগে ২৩ মে বুলধানা জেলার নাগপুর-পুনে মহাসড়কে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত এবং ১৩ জন আহত হয়েছিল। সূত্র: এনডিটিভি।