স্পোর্টস ডেস্ক :
ভারতের বোলিং কোচের দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক প্রোটিয়া পেসার মরনে মরকেল। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে তিনি যোগ দেবেন বলে খবর ক্রিকবাজের।
সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষে তরুণদের নেতৃত্বে ৪-১ ব্যবধানে জিম্বাবুয়ে সিরিজ জয়। ভারতীয় ক্রিকেট দল ব্যস্ত এখন শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ নিয়ে। লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে দলের ডাগআউটে নতুন কোচ গৌতম গম্ভীর। জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর থেকে নতুন করে কোচিং প্যানেল সাজাচ্ছেন তিনি।
শ্রীলঙ্কা সফরে সহকারী কোচ হিসেবে তার সঙ্গে আছেন অভিষেক নায়ার ও রায়ান টেন ডেসকাট। বোলিং কোচের দায়িত্বে সাইরাজ আর ফিল্ডিং কোচের দায়িত্বে টি দিলিপ। বর্তমানে তারা অন্তর্র্বতীকালীন হিসেবে দায়িত্ব পালন করলেও শ্রীলঙ্কা সিরিজ শেষে তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হবে বলে দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর।
দেশটির একাধিম সংবাদ মাধ্যমের দাবি, নায়ার এবং টেন ডেসকাট ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের সঙ্গী হবেন। এছাড়া রাহুল দ্রাবিড়ের অধীনে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করা টি দিলিপের সঙ্গেও চুক্তি বাড়ানো হবে। তবে সাইরাজের জায়গায় দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাবেন সাবেক প্রোটিয়া পেসার মরকেল। তার সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত। সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিনি ভারতের কোচিং প্যানেলে যোগ দেবেন। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এখনো এ বিষয়ে কোনো কিছু নিশ্চিত করেনি।
তবে বোলিং কোচ হিসেবে মরকেলকে যুক্ত করার সম্ভাবনাই বেশি। কারণ নতুর কোচ গম্ভীরের সঙ্গে সাবেক প্রোটিয়া পেসারের বোঝাপড়া দীর্ঘ দিনের। গম্ভীরের নেতৃত্বে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন মরকেল। এছাড়া ২০২২ ও ২০২৩ সালে গম্ভীর যখন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন, তখন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন মরকেল।
৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলা মরকেলের আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের সংখ্যা ৫৪৪। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকে কোচিংয়ের সঙ্গে যুক্ত আছেন ৩৯ বছর বয়সী এ পেসার। ইতোমধ্যে তিনি পাকিস্তানের পেস বোলিং কোচের দায়িত্বও পালন করেছেন।