কাতারের উদ্দেশে ঢাকা থেকে উড্ডয়ন করা বিমান কারিগরি ত্রুটির কারণে ভারতের আকাশ থেকে ফিরে আসে। সোমবার (২৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। ওই সময় ফ্লাইটে মোট ২৭৪ জন যাত্রী ছিলেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সোমবার রাত পৌঁনে ৭টায় বিমানের বিজি-৩২৫ ফ্লাইটটি ঢাকা থেকে কাতারের দোহার উদ্দেশে উড়ে যায়। ফ্লাইটটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার দিয়ে পরিচালিত হচ্ছিল।
তবে উড্ডয়নের দেড় ঘণ্টা পর ভারতের রায়পুরের আকাশে ফ্লাইটটিতে কারিগরি ত্রুটি দেখা দেয়। তাৎক্ষণিক পাইলট ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। প্রায় পৌঁনে ২ ঘণ্টা উড়ে ফ্লাইটটি ঢাকার বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
ফ্লাইটটি ফিরে আসার বিষয়ে বিমান বিস্তারিতভাবে কিছু জানায়নি। তারা শুধু ‘টেকনিক্যাল ইস্যু (কারিগরি ত্রুটি)’ উল্লেখ করেছে। তবে বিমানের উইন্ডশিল্ড (পাইলটের সামনের কাঁচ) ক্ষতিগ্রস্ত হওয়ায় পাইলট ফ্লাইটটি নিয়ে দেশে ফিরে আসেন বলে জানা গেছে।
প্রতিনিধির নাম 

























