আন্তর্জাতিক ডেস্ক :
ভারতীয় সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। হতাহত সবাই গ্রামবাসী।
সোমবার (৮ মে) দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাজস্থানের একটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দেশটির বিমান বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, মিগ-২১ বিমানটিতে থাকা পাইলট সামান্য আহত হলেও প্যারাশ্যুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বিমানটি একটি বাড়িতে বিধ্বস্ত হওয়ার পর দুই নারীসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
#WATCH | Indian Air Force MiG-21 fighter aircraft crashed near Hanumangarh in Rajasthan. The aircraft had taken off from Suratgarh. The pilot is safe. More details awaited: IAF Sources pic.twitter.com/0WOwoU5ASi
— ANI (@ANI) May 8, 2023
কর্মকর্তারা জানিয়েছেন, বিধ্বস্ত হওয়ার আগে পাইলট একটি প্যারাসুট ব্যবহার করে সময়মতো বিমান থেকে লাফ দিয়েছিলেন। তিনি সামান্য আহত হলেও নিরাপদ আছেন বলে জানা গেছে।
বিমান বিধ্বস্ত হওয়ার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যদিও বিমান উড্ডয়নের পর পাইলট কন্ট্রোল রুমে যোগাযোগ করে জানিয়েছেন যে, সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।
ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার (৮ মে) সকালে নিয়মিত প্রশিক্ষণের সময় সুরাতগড়ের কাছে আইএএফের একটি মিগ-২১ বিমান বিধ্বস্ত হয়েছে।
টুইট বার্তায় বলা হয়েছে, বিমানে থাকা পাইলট নিরাপদে বের হয়ে যান, তবে সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিকানেরের পুলিশ মহাপরিদর্শক ওম প্রকাশ বলেছেন, মানুষের হতাহতের ঘটনা এড়াতে পাইলট সকল প্রচেষ্টা চালান এবং গ্রামের উপকণ্ঠে বিমানটিকে ক্র্যাশ-ল্যান্ড করেন।
জানা যায়, সুরতগড় থেকে ভারতীয় বিমান বহিনীর এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল। একপর্যায়ে হনুমানগড়ের ডাবলি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়।
বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, পাইলট নিরাপদে আছেন এবং উদ্ধারের জন্য সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। সুরতগড় থেকে ভারতীয় বিমান বহিনীর এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করেছিল।
একপর্যায়ে হনুমানগড়ের ডাবলি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। অতিরিক্ত পুলিশ সুপার জসারাম বোস বলেছেন, অন্তত দুইজন বেসামরিক নিহতের খবর পাওয়া গেছে। আরও তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি।