আন্তর্জাতিক ডেস্ক :
গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে ধসে পড়েছে দেয়াল। আর তাতেই নিহত হয়েছেন অন্তত ৭ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। এমনই এক ঘটনার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, হলুদের অনুষ্ঠান চলাকালে একটি সীমানা প্রাচীর ধসে পড়ে। এ সময় দুই শিশুসহ চার নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুর বয়স দুই ও তিন বছর। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। শুক্রবার ভারতের উত্তর প্রদেশের মউ জেলায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, জেলার ঘোসি রোডওয়েজ স্ট্যান্ডের কাছে একটি সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। পরে ধসের কারণে প্রাচীরের ধ্বংসস্তূপে আটকা পড়েন নারীরা। খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
জেলার এসপি অবিনাশ পান্ডে বলেন, দেয়াল ধসে দুই শিশু ও চার নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২২ নারী। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক 

























