Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় সিরিয়াল ‘খড়কুটো’ বন্ধ হওয়ার পথে!

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০২:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ১৯৭ জন দেখেছেন

ভারতে আজ যে বাংলা সিরিয়াল সেরা তা কাল কম টিআরপির কারণে বন্ধ হতে বসে। ঠিক তেমনটাই হতে চলেছে ‘খড়কুটো’র সঙ্গে। এক সময় স্টার জলসার এই সিরিয়াল বাংলা সেরা ছিল বেশ কয়েক সপ্তাহ। তারপরেই বাজার হারায় খড়কুটো। একসময় টিআরপির লড়াই থেকেই বেরিয়ে যায় সিরিয়ালটি। বহুদিন হল তেমন মাতামাতিও হয় না খড়কুটোকে নিয়ে।

এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শেষ হয়ে যেতে চলেছে খড়কুটো। আসলে স্টার জলসায় একের পর নতুন সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। সদ‍্য শুরু হয়েছে সাহেবের চিঠি। এছাড়াও এক্কা দোক্কা এবং নবাব নন্দিনী নামে দুটি সিরিয়ালও রয়েছে তালিকায়। কোন সময়ে এ দুটি সম্প্রচারিত হবে তা এখনো জানা যায়নি।

এর মাঝেই খবর ছড়িয়েছে বন্ধ হয়ে যাচ্ছে খড়কুটো। টিআরপি এক্ষেত্রে একটা বড় কারণ, উপরন্তু সিরিয়ালে এখন নিয়মিত দেখাই যায় না নায়িকা গুনগুনকে। অভিনেত্রী তৃণা সাহার হাতে একগুচ্ছ কাজ। তার মধ‍্যে বেশিরভাগই বড়পর্দার। এছাড়া ডান্স ডান্স সিজন ৩ তে নাকি মেন্টরও হতে চলেছেন তৃণা। তাই সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত। যদিও পুরোটা এখনো জল্পনার পর্যায়ে। এ বিষয়ে চ‍্যানেলের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি।

অতি সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর খেলায় মেতেছিলেন তৃণা। সেখানেই একজন প্রশ্ন করেছিলেন, খড়কুটো কি শেষ হয়ে যাবে? প্রশ্নের উত্তরে তিনি জানান, একদিন তো শেষ হবেই। যদিও সেই একদিনটা কবে তা স্পষ্ট করে বলেননি অভিনেত্রী।

তিনি নিজেও খুব বেশিক্ষণ শুট করতে পারছেন না খড়কুটোর জন‍্য। তাই গুনগুনকে একটু কমই দেখা যাচ্ছে সিরিয়ালে। যদিও তৃণা জানিয়েছেন, তাঁর হাতে আরো অনেক শুটিং রয়েছে। তাই খড়কুটোতে বেশি সময় দিতে পারছেন না।

প্রসঙ্গত, গত দু বছর ধরে একটানা সম্প্রচারিত হচ্ছে খড়কুটো। চরিত্রগুলি এতটাই জনপ্রিয় হয়েছে যে এখন গুনগুন নামে তাঁকে এক ডাকে চেনেন সকলে। একটানা বেশ কিছুদিন ধরে বাংলা সেরাও ছিল এই সিরিয়াল। যদিও এখন টিরপি তলানিতে। তবুও ধুঁকতে ধুঁকতে চলছে খড়কুটো।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতীয় সিরিয়াল ‘খড়কুটো’ বন্ধ হওয়ার পথে!

প্রকাশের সময় : ০২:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২

ভারতে আজ যে বাংলা সিরিয়াল সেরা তা কাল কম টিআরপির কারণে বন্ধ হতে বসে। ঠিক তেমনটাই হতে চলেছে ‘খড়কুটো’র সঙ্গে। এক সময় স্টার জলসার এই সিরিয়াল বাংলা সেরা ছিল বেশ কয়েক সপ্তাহ। তারপরেই বাজার হারায় খড়কুটো। একসময় টিআরপির লড়াই থেকেই বেরিয়ে যায় সিরিয়ালটি। বহুদিন হল তেমন মাতামাতিও হয় না খড়কুটোকে নিয়ে।

এবার শোনা যাচ্ছে, খুব শীঘ্রই নাকি শেষ হয়ে যেতে চলেছে খড়কুটো। আসলে স্টার জলসায় একের পর নতুন সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে। সদ‍্য শুরু হয়েছে সাহেবের চিঠি। এছাড়াও এক্কা দোক্কা এবং নবাব নন্দিনী নামে দুটি সিরিয়ালও রয়েছে তালিকায়। কোন সময়ে এ দুটি সম্প্রচারিত হবে তা এখনো জানা যায়নি।

এর মাঝেই খবর ছড়িয়েছে বন্ধ হয়ে যাচ্ছে খড়কুটো। টিআরপি এক্ষেত্রে একটা বড় কারণ, উপরন্তু সিরিয়ালে এখন নিয়মিত দেখাই যায় না নায়িকা গুনগুনকে। অভিনেত্রী তৃণা সাহার হাতে একগুচ্ছ কাজ। তার মধ‍্যে বেশিরভাগই বড়পর্দার। এছাড়া ডান্স ডান্স সিজন ৩ তে নাকি মেন্টরও হতে চলেছেন তৃণা। তাই সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত। যদিও পুরোটা এখনো জল্পনার পর্যায়ে। এ বিষয়ে চ‍্যানেলের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি।

অতি সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর খেলায় মেতেছিলেন তৃণা। সেখানেই একজন প্রশ্ন করেছিলেন, খড়কুটো কি শেষ হয়ে যাবে? প্রশ্নের উত্তরে তিনি জানান, একদিন তো শেষ হবেই। যদিও সেই একদিনটা কবে তা স্পষ্ট করে বলেননি অভিনেত্রী।

তিনি নিজেও খুব বেশিক্ষণ শুট করতে পারছেন না খড়কুটোর জন‍্য। তাই গুনগুনকে একটু কমই দেখা যাচ্ছে সিরিয়ালে। যদিও তৃণা জানিয়েছেন, তাঁর হাতে আরো অনেক শুটিং রয়েছে। তাই খড়কুটোতে বেশি সময় দিতে পারছেন না।

প্রসঙ্গত, গত দু বছর ধরে একটানা সম্প্রচারিত হচ্ছে খড়কুটো। চরিত্রগুলি এতটাই জনপ্রিয় হয়েছে যে এখন গুনগুন নামে তাঁকে এক ডাকে চেনেন সকলে। একটানা বেশ কিছুদিন ধরে বাংলা সেরাও ছিল এই সিরিয়াল। যদিও এখন টিরপি তলানিতে। তবুও ধুঁকতে ধুঁকতে চলছে খড়কুটো।