চট্টগ্রাম বন্দরে ভারতীয় একটি সয়াবিন তেলবাহী জাহাজ নোঙর ছিঁড়ে দেশিয় জরিপ জাহাজ মীরসন্ধানীর ওপর আছড়ে পড়েছে। এতে দেশিয় জাহাজের ক্ষতি হয়েছে। খবর পেয়ে বন্দরের ১১ ও ১২ নম্বর দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। জোয়ারের সময় জাহাজ দুটি উদ্ধার করা হবে বলে বন্দর সূত্র জানিয়েছে।
সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রিভারমুরিং-১০ জেটিতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক।
সচিব জানান, ১২ হাজার মেট্রিক টন সয়াবিন তেলবোঝাই ভারতীয় জাহাজ এমটি মালহারি রিভারমুরিং-১০ জেটিতে নোঙর করা ছিল। পাশের জেটিতে ছিল জরিপ জাহাজ মীরসন্ধানী।
আরও পড়ুন : পদ্মায় ডুবতে যাওয়া লঞ্চ থেকে প্রাণে বাঁচলো ৩০০ যাত্রী
সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে আকস্মিকভাবে ভারতীয় জাহাজটির নোঙরের রশি ছিঁড়ে যায়। এসময় ওই জাহাজটি জরিপ জাহাজ মীরসন্ধানীর ওপর গিয়ে আছড়ে পড়ে। এরপর থেকে জাহাজ দু’টি একটি আরেকটির সঙ্গে লেগে আছে। খবর পেয়ে বন্দরের ১১ ও ১২ নম্বর দু’টি টাগবোট ঘটনাস্থলে পৌঁছেছে।
সচিব ওমর ফারুক বলেন, আমার দু’টি টাগবোট ঘটনার পরপরই সেখানে পৌঁছেছে। জোয়ার এলে টাগবোট দিয়ে টেনে জাহাজ দু’টি আলাদা করা হবে। জরিপ জাহাজটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলেও কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছেন সচিব।