Dhaka শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় ভক্তদের মারধরে হাসপাতালে টাইগার রবি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
  • ২৩০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কানপুরে গ্যালারিতে ভারতীয় ভক্তদের হাতে মারধরের শিকার হয়েছেন বাংলাদেশের আইকনিক ফ্যান টাইগার রবি। মারধরে গুরুতর আহত হয়েছেন রবি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

খবর নিয়ে জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে মারধরের ঘটনাটি ঘটে। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহত অবস্থায় টাইগার সমর্থক রবি নিজের ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভারতের সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের ‘‘সুপার ফ্যান’’ টাইগার রবিকে কিছু লোক মারধর করেছে বলে অভিযোগ আছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আরও বিস্তারিত তথ্য জানার অপেক্ষা করছে।

কানপুরের স্টেডিয়ামে বাঘের চামড়ার ন্যায় পোশাক পরে হাজির হয়েছিলেন টাইগার রবি। স্ট্যান্ড সি-তে ছিলেন তিনি। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন, রবি ঘটনার সঠিক বর্ণনা দিতে পারেননি। তবে এটি স্পষ্ট যে তিনি ব্যাথা পেয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইঙ্গিতে রবি জানান, তর্কাতর্কির সময় তার পেটে ঘুষি মারা হয়েছিল।

স্টেডিয়ামে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘রবিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার জন্য একটি অ্যাম্বুলেন্সও ডাকা হয়েছিল। স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার সময়, তিনি ব্যথায় কাঁপছিলেন এবং অজ্ঞান হয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছিল। তাকে বসার জন্য একটি চেয়ার দেওয়া হয়েছিল কিন্তু তিনি পড়ে যান। তাকে কেউ আঘাত করেছে কি না আমরা জানি না। আমরা বুঝতে পারিনি তিনি কী বলেছেন। সম্ভবত তার ব্যাথা ছিল। দর্শকদের দিকে নজর রাখার জন্য ওই স্ট্যান্ডে আমাদের একজন কনস্টেবল আছে।’

জনপ্রিয় খবর

আবহাওয়া

বৈরী আবহাওয়ার কারণে আগৈলঝাড়ায় ছাতার কারিগরদের ব্যাপক কদর

ভারতীয় ভক্তদের মারধরে হাসপাতালে টাইগার রবি

প্রকাশের সময় : ০৩:৫০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

কানপুরে গ্যালারিতে ভারতীয় ভক্তদের হাতে মারধরের শিকার হয়েছেন বাংলাদেশের আইকনিক ফ্যান টাইগার রবি। মারধরে গুরুতর আহত হয়েছেন রবি। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

খবর নিয়ে জানা যায়, মধ্যাহ্নভোজ বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান বাংলাদেশের এ সমর্থক। তখন স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। পরে মারধরের ঘটনাটি ঘটে। এতে আহত হন বাংলাদেশি সেই সমর্থক। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তাকে।

আহত অবস্থায় টাইগার সমর্থক রবি নিজের ওপর হামলার কথা স্থানীয় পুলিশকে জানান। পাজরের নিচের অংশে আঘাত লেগেছে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভারতের সংবাদ সংস্থা পিটিআই লিখেছে, কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের ‘‘সুপার ফ্যান’’ টাইগার রবিকে কিছু লোক মারধর করেছে বলে অভিযোগ আছে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ আরও বিস্তারিত তথ্য জানার অপেক্ষা করছে।

কানপুরের স্টেডিয়ামে বাঘের চামড়ার ন্যায় পোশাক পরে হাজির হয়েছিলেন টাইগার রবি। স্ট্যান্ড সি-তে ছিলেন তিনি। উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন, রবি ঘটনার সঠিক বর্ণনা দিতে পারেননি। তবে এটি স্পষ্ট যে তিনি ব্যাথা পেয়েছেন।

গণমাধ্যমের সঙ্গে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইঙ্গিতে রবি জানান, তর্কাতর্কির সময় তার পেটে ঘুষি মারা হয়েছিল।

স্টেডিয়ামে উপস্থিত একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘রবিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তার জন্য একটি অ্যাম্বুলেন্সও ডাকা হয়েছিল। স্ট্যান্ড থেকে বেরিয়ে আসার সময়, তিনি ব্যথায় কাঁপছিলেন এবং অজ্ঞান হয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছিল। তাকে বসার জন্য একটি চেয়ার দেওয়া হয়েছিল কিন্তু তিনি পড়ে যান। তাকে কেউ আঘাত করেছে কি না আমরা জানি না। আমরা বুঝতে পারিনি তিনি কী বলেছেন। সম্ভবত তার ব্যাথা ছিল। দর্শকদের দিকে নজর রাখার জন্য ওই স্ট্যান্ডে আমাদের একজন কনস্টেবল আছে।’