স্পোর্টস ডেস্ক :
মেলবোর্ন টেস্টের রোমাঞ্চ ছড়ান পঞ্চম ও শেষ দিনে ভারতকে ১৮৪ রানের ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অজিরা। পাশাপাশি এই জয়ে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এক পা দিয়ে রেখেছে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফাইনালে যাওয়ার দৌড় থেকে ছিটকে গেল ভারত।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়। তাতে ভারতের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৪০ রান। সেই রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১২৩ রান তুলে চা বিরতিতে যায় ভারত। বিরতি থেকে ঋষভ পন্তের উইকেট হারানোর পর নাটকীয়ভাবে পরিস্থিতিতি বদলে যায়। শেষ পর্যন্ত ৭৯.১ ওভারে ভারত ১৫৫ রানে অলআউট হয়ে যায়। আর অস্ট্রেলিয়া ১৮৪ রানে জয় পায়।
৩৪০ রানের লক্ষ্য তাড়া করতে থাকা ভারত ১১২ রানে ৩ উইকেটে ছিল শক্ত অবস্থানে। যশস্বী জয়সওয়াল এবং ঋষভ পান্তের ৮৮ রানের জুটি দলকে ভরসা দিয়েছিল। তবে পান্তের হঠাৎ আক্রমণাত্মক শট খেলার চেষ্টা বিপর্যয়ের শুরু করে। ট্রাভিস হেডের বলে ক্যাচ তুলে দিয়ে তিনি আউট হন ৩০ রানে। এরপর ভারতের ইনিংস দ্রুতই ধসে পড়ে।
অস্ট্রেলিয়ার বোলাররা দুর্দান্ত বল করে ভারতকে চাপের মুখে ফেলে। প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড নেন ৩টি করে উইকেট, আর স্পিনার ন্যাথান লায়ন দখল করেন ২টি উইকেট। বোল্যান্ডের গতিময় বোলিংয়ে রবীন্দ্র জাদেজা এবং আকাশ দীপ দ্রুত বিদায় নেন।
নাটকীয় মুহূর্ত আসে যখন কামিন্সের বলে যশস্বী জয়সওয়ালকে ক্যাচ আউট দেওয়া হয় রিভিউর মাধ্যমে। ‘আল্ট্রা এজ’ প্রযুক্তিতে ছোঁয়ার প্রমাণ না পাওয়া গেলেও ব্যাট পার করার পর বলের দিক বদল দেখে তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আউটের সিদ্ধান্ত দেন। এতে ক্ষুব্ধ হন জয়সওয়াল, মাঠ ছাড়তে অস্বীকৃতির ছাপ ছিল তার দেহভাষ্যে। ঠিক তখন দর্শকদের একাংশ ‘চিটার! চিটার!’ স্লোগান দিতে থাকে।
শেষ উইকেট হিসেবে জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজের সামনে অসম্ভব কাজ ছিল ৪০ মিনিট টিকে থাকা। তবে ন্যাথান লায়নের বলে সিরাজ এলবিডব্লিউ আউট হলে ম্যাচ শেষ হয়।
এর আগে সকালে প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে ভারতের টপ অর্ডার ধসে পড়ে। রোহিত শর্মা এবং লোকেশ রাহুল শূন্য রানে আউট হন, আর বিরাট কোহলি মাত্র ৫ রান করেন। অস্ট্রেলিয়ার জয়ের মধ্য দিয়ে সিরিজের নাটকীয় সমাপ্তি ঘটলো মেলবোর্নে, আর চূড়ান্ত ম্যাচটি এখন সিডনিতে। সিরিজ ড্র আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে এখন শেষ ম্যাচে জিততেই হবে ভারতকে।