Dhaka রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতকে উড়িয়ে দিলো পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। জমজমাটই হবে, এমন আশা ছিল সমর্থকদের। হলো একদম একপেশে। পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না ভারত। শুরুতে দুর্দান্ত বোলিংয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে চেপে ধরেছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সেই চাপ সামলে চ্যালেঞ্জিং লক্ষ্য গড়ে ভারত। তবে ভারতীয় বোলাররা ছিলেন একেবারে সাদা-মাটা। পাকিস্তানি ব্যাটারদের নূন্যতম পরীক্ষাও নিতে পারেননি তারা। ফলে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছেছে পাকিস্তান।

রোববার (১০ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন উদয়। জবাবে ২ উইকেট হারিয়ে ৪৭ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। অপরাজিত ১০৫ রান করে ম্যাচসেরা হয়েছেন আজান আওয়াইস।

২৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে গিয়েছিল ২৮ রানে। পঞ্চম ওভারের পঞ্চম বলে ওপেনার শামিল হুসেইনের উইকেট নেন ভারতীয় স্পিনার মুরুগান অভিষেক। ১৫ বলে ১ চারে ৮ রান করেন শামিল। ৪.৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ২৮ রান হওয়ার পর ব্যাটিংয়ে আসেন আজান আওয়াইস। আরেক ওপেনার শাহজিব খানকে নিয়ে আওয়াইস ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান। শাহজিব, আওয়াইস দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। দ্বিতীয় উইকেটে ১৪০ বলে ১১০ রানের জুটি গড়েন পাকিস্তানি এই দুই ব্যাটার। শাহজিবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অভিষেক। ৮৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন শাহজিব।

প্রথম দুই উইকেট অভিষেক তুলে নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৭.৫ ওভারে ২ উইকেটে ১৩৮ রান। শাহজিবের বিদায়ের পর উইকেটে আসেন পাকিস্তান অধিনায়ক সাদ বাইগ। আওয়াইজ-বাইগের তৃতীয় উইকেটে ১১৫ বলে ১২৫ রানের অবিচ্ছেদ্য জুটিতেই পাকিস্তান ৩ ওভার বাকি রেখে ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে। ১৩০ বলে ১০ চারে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আওয়াইস। পাকিস্তান অধিনায়ক বাইগ ৫১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন।

বল হাতে দুটি উইকেটই নেন ভারতের মুরুগান অভিষেক।

এর আগে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু করেছিল ভারত। ২৪ রান করা আর্শিনকে সাজঘরে ফিরিয়ে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আরাফাত মিনহাজ। আর্শিন থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। আরেক ওপেনার আদার্শ হাফ সেঞ্চুরি পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৮১ বলে ৬২ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি রুদ্র প্যাটেল। মাত্র ১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। সুবিধা করতে পারেননি মুশের খান-আর্ভেলী আভানিশরাও। তবে দলকে কক্ষপথে রেখেছিলেন উদয়। তিনি ৯৮ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন।
পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শচীন দাস। তার কল্যানেই আড়াইশ ছাড়িয়েছে ভারতের রান। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৮ রান করে আউট হয়েছেন তিনি।

বল হাতে পাকিস্তানের মোহাম্মদ জিশান ১০ ওভারে ১ মেডেনসহ ৪৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। আগের ম্যাচে তিনি ১৯ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। দুই ম্যাচেই তার মোট উইকেট ১০। ২টি করে উইকেট নেন আমির হাসান ও উবাইদ শাহ।

এই জয়ে প্রথম ২ ম্যাচের ২টিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। দুই ম্যাচের ১টিতে জিতে ভারত আছে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে মঙ্গলবার পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানের। আর ভারত লড়বে নেপালের বিপক্ষে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ভারতকে উড়িয়ে দিলো পাকিস্তান

প্রকাশের সময় : ০৯:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। জমজমাটই হবে, এমন আশা ছিল সমর্থকদের। হলো একদম একপেশে। পাকিস্তানের কাছে পাত্তাই পেলো না ভারত। শুরুতে দুর্দান্ত বোলিংয়ে ভারত অনূর্ধ্ব-১৯ দলকে চেপে ধরেছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। সেই চাপ সামলে চ্যালেঞ্জিং লক্ষ্য গড়ে ভারত। তবে ভারতীয় বোলাররা ছিলেন একেবারে সাদা-মাটা। পাকিস্তানি ব্যাটারদের নূন্যতম পরীক্ষাও নিতে পারেননি তারা। ফলে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছেছে পাকিস্তান।

রোববার (১০ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন উদয়। জবাবে ২ উইকেট হারিয়ে ৪৭ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। অপরাজিত ১০৫ রান করে ম্যাচসেরা হয়েছেন আজান আওয়াইস।

২৬০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা পাকিস্তানের উদ্বোধনী জুটি ভেঙে গিয়েছিল ২৮ রানে। পঞ্চম ওভারের পঞ্চম বলে ওপেনার শামিল হুসেইনের উইকেট নেন ভারতীয় স্পিনার মুরুগান অভিষেক। ১৫ বলে ১ চারে ৮ রান করেন শামিল। ৪.৫ ওভারে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ২৮ রান হওয়ার পর ব্যাটিংয়ে আসেন আজান আওয়াইস। আরেক ওপেনার শাহজিব খানকে নিয়ে আওয়াইস ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন। প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৪৮ রান করেছে পাকিস্তান। শাহজিব, আওয়াইস দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। দ্বিতীয় উইকেটে ১৪০ বলে ১১০ রানের জুটি গড়েন পাকিস্তানি এই দুই ব্যাটার। শাহজিবকে ফিরিয়ে এই জুটি ভাঙেন অভিষেক। ৮৮ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৬৩ রান করেন শাহজিব।

প্রথম দুই উইকেট অভিষেক তুলে নিলে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৭.৫ ওভারে ২ উইকেটে ১৩৮ রান। শাহজিবের বিদায়ের পর উইকেটে আসেন পাকিস্তান অধিনায়ক সাদ বাইগ। আওয়াইজ-বাইগের তৃতীয় উইকেটে ১১৫ বলে ১২৫ রানের অবিচ্ছেদ্য জুটিতেই পাকিস্তান ৩ ওভার বাকি রেখে ৮ উইকেটের বিশাল জয় নিশ্চিত করে। ১৩০ বলে ১০ চারে ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন আওয়াইস। পাকিস্তান অধিনায়ক বাইগ ৫১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৬৮ রান করে অপরাজিত থাকেন।

বল হাতে দুটি উইকেটই নেন ভারতের মুরুগান অভিষেক।

এর আগে দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু করেছিল ভারত। ২৪ রান করা আর্শিনকে সাজঘরে ফিরিয়ে ৩৯ রানের উদ্বোধনী জুটি ভাঙেন আরাফাত মিনহাজ। আর্শিন থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। আরেক ওপেনার আদার্শ হাফ সেঞ্চুরি পেয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ৮১ বলে ৬২ রান।

তিনে নেমে সুবিধা করতে পারেননি রুদ্র প্যাটেল। মাত্র ১ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। সুবিধা করতে পারেননি মুশের খান-আর্ভেলী আভানিশরাও। তবে দলকে কক্ষপথে রেখেছিলেন উদয়। তিনি ৯৮ বলে ৬০ রানের ইনিংস খেলেছেন।
পাকিস্তানি বোলারদের দুর্দান্ত বোলিংয়ের সামনেও আক্রমণাত্মক ব্যাটিং করেছেন শচীন দাস। তার কল্যানেই আড়াইশ ছাড়িয়েছে ভারতের রান। শেষ পর্যন্ত ৪২ বলে ৫৮ রান করে আউট হয়েছেন তিনি।

বল হাতে পাকিস্তানের মোহাম্মদ জিশান ১০ ওভারে ১ মেডেনসহ ৪৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। আগের ম্যাচে তিনি ১৯ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। দুই ম্যাচেই তার মোট উইকেট ১০। ২টি করে উইকেট নেন আমির হাসান ও উবাইদ শাহ।

এই জয়ে প্রথম ২ ম্যাচের ২টিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান। দুই ম্যাচের ১টিতে জিতে ভারত আছে দ্বিতীয় স্থানে। শেষ ম্যাচে মঙ্গলবার পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানের। আর ভারত লড়বে নেপালের বিপক্ষে।