Dhaka বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারত মহাসাগরে জাহাজে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারত মহাসাগরে একটি বাণিজ্য জাহাজে শনিবার (২৩ ডিসেম্বর) ড্রোন হামলা করা হয়েছে। হামলার কারণে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সমুদ্র পথ বিষয়ক একটি সংস্থা জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বলেছে, আনক্রুড এরিয়াল সিস্টেম ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। কর্তৃপক্ষ এর তদন্ত করছে।

এনডিভির খবরে বলা হয়েছে, অপরিশোধিত তেল বহনকারী জাহাজটি সৌদি আরবের একটি বন্দর থেকে ভারতের ম্যাঙ্গালুরুর দিকে যাচ্ছিল। গুজরাটের পোরবন্দরের উপকূল থেকে ২১৭ নটিক্যাল দূরত্বে জাহাজটির ওপর ড্রোন হামলা হয় এবং আগুন ধরে যায়। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় শিকার করেনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষের ওপর ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি জাহাজে গত কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে তারা মূলত লোহিত সাগরে হামলা চালাচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে ইসলামী ৮ দল

ভারত মহাসাগরে জাহাজে ড্রোন হামলা

প্রকাশের সময় : ০৭:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : 

ভারত মহাসাগরে একটি বাণিজ্য জাহাজে শনিবার (২৩ ডিসেম্বর) ড্রোন হামলা করা হয়েছে। হামলার কারণে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সমুদ্র পথ বিষয়ক একটি সংস্থা জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির সঙ্গে ইসরায়েলের সংশ্লিষ্টতা রয়েছে।

ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বলেছে, আনক্রুড এরিয়াল সিস্টেম ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে। কর্তৃপক্ষ এর তদন্ত করছে।

এনডিভির খবরে বলা হয়েছে, অপরিশোধিত তেল বহনকারী জাহাজটি সৌদি আরবের একটি বন্দর থেকে ভারতের ম্যাঙ্গালুরুর দিকে যাচ্ছিল। গুজরাটের পোরবন্দরের উপকূল থেকে ২১৭ নটিক্যাল দূরত্বে জাহাজটির ওপর ড্রোন হামলা হয় এবং আগুন ধরে যায়। হতাহতের কোনও ঘটনা ঘটেনি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবং নৌবাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।

এখনো কোনো গোষ্ঠী এই হামলার দায় শিকার করেনি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষের ওপর ইসরায়েলিদের বর্বর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি জাহাজে গত কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে তারা মূলত লোহিত সাগরে হামলা চালাচ্ছে।