Dhaka মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভয়াবহ ডাকাতির শিকার মেসির পরিবার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ জয়ের পর থেকেই বেশ সুখেই ছিলেন লিওনেল মেসি। নতুন ক্লাব ইন্টার মিয়ামির হয়েও শিরোপা জয়, বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারায় থাকা জাতীয় দল-সব মিলিয়ে বেশ প্রশান্তিতেই ছিলেন ফুটবল জাদুকর। তবে হুট করেই একের পর এক অশান্তি তেড়ে আসছে তার জীবনে। সবশেষ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন আলবিসেলেস্তে সমর্থকরা। সেই ম্যাচটি আর্জেন্টিনা জিতলেও মেসি পেয়েছেন চোট। এসবের পর আরও এক দুঃসংবাদ এসেছে তার জীবনে।

ভয়াবহ ডাকাতির শিকার হয়েছে মেসির পরিবার। ফুটবল জাদুকরের নিজের দেশ আর্জেন্টিনার রোজারিও শহরে একটি সুপার মার্কেটের মালিক মেসির স্ত্রী আন্তোনেল্লা রকুজ্জো এবং তার নিকট আত্মীয়রা। সেই মার্কেটেরই টাকা-পয়সা ব্যাঙ্কে জমা রাখতে যাচ্ছিলেন রকুজ্জোর এক আত্মীয়।

কিন্তু ব্যাঙ্কে যাওয়ার আগেই পথেই ডাকাটির শিকার হয়েছেন মেসির সেই আত্মীয়। স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই বন্দুকধারী এসে অগাস্তিনা স্কালিয়া নামে রোকুজ্জোর সেই আত্মীয়ের গাড়ি থামিয়ে ভাঙচুর করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

মার্কার প্রতিবেদনমতে, সেখানে প্রায় ২২ হাজার পাঁচ শত পঞ্চাশ আমেরিকান ডলার ছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ লাখ ৮৩ হাজার টাকা।

সেই মার্কেটের এক এক কর্মী মার্কাকে জানিয়েছে, ‘আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে টাকা জমা রাখতে যাচ্ছিলাম। তারা আমাদের জানালা ভেঙে ব্যাগ নিয়ে চলে গেল। সেখানে নিশ্চিতভাবেই একটা গাড়ি ছিল। আমি গাড়ি থেকে একজনকে নামতে দেখেছি। সেই মুহূর্তে আমি শুধু গোলাগুলির শব্দ শুনেছি।’

যেভাবে টাকা-পয়সা ব্যাংকে নিয়ে যাচ্ছিলেন স্কালিয়া ও তাঁর সহকর্মীরা, তা তেমন একটা পরিচিত দৃশ্য নয়। স্কালিয়ার এক সহকর্মী বলেন, ‘এমনটা আমরা সব সময় করি না। ব্যাংকে টাকা রেখে ফিরে আসি।’ টাকা-পয়সা লুট হলেও কেউ আহত হননি বলে মেডিকেল স্টাফ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে। বন্দুকধারীদের গুলিতে স্কালিয়াদের গাড়ির কাচে একটা ক্ষত তৈরি হয়েছে। মরিসিও স্কালিয়া নামে রোকুজ্জোর এক আত্মীয় ইনস্টাগ্রামে ভয়াবহ ডাকাতির বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। মরিসিও ক্যাপশন দিয়েছেন, ‘এই সময়ে কতটা সতর্ক হয়ে থাকতে হয়। প্রতিদিনই কত অবিচার হয় এখানে। ভাগ্যিস তা অল্পের ওপর দিয়ে গেছে।’

এদিকে ডাকাতির এ ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গেছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়কের বেহাল দশা, চলাচলে চরম ভোগান্তি

ভয়াবহ ডাকাতির শিকার মেসির পরিবার

প্রকাশের সময় : ০২:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বিশ্বকাপ জয়ের পর থেকেই বেশ সুখেই ছিলেন লিওনেল মেসি। নতুন ক্লাব ইন্টার মিয়ামির হয়েও শিরোপা জয়, বিশ্বকাপ বাছাইয়ে জয়ের ধারায় থাকা জাতীয় দল-সব মিলিয়ে বেশ প্রশান্তিতেই ছিলেন ফুটবল জাদুকর। তবে হুট করেই একের পর এক অশান্তি তেড়ে আসছে তার জীবনে। সবশেষ ব্রাজিলের বিপক্ষে ম্যাচে ব্রাজিলিয়ান পুলিশের লাঠিপেটার শিকার হয়েছেন আলবিসেলেস্তে সমর্থকরা। সেই ম্যাচটি আর্জেন্টিনা জিতলেও মেসি পেয়েছেন চোট। এসবের পর আরও এক দুঃসংবাদ এসেছে তার জীবনে।

ভয়াবহ ডাকাতির শিকার হয়েছে মেসির পরিবার। ফুটবল জাদুকরের নিজের দেশ আর্জেন্টিনার রোজারিও শহরে একটি সুপার মার্কেটের মালিক মেসির স্ত্রী আন্তোনেল্লা রকুজ্জো এবং তার নিকট আত্মীয়রা। সেই মার্কেটেরই টাকা-পয়সা ব্যাঙ্কে জমা রাখতে যাচ্ছিলেন রকুজ্জোর এক আত্মীয়।

কিন্তু ব্যাঙ্কে যাওয়ার আগেই পথেই ডাকাটির শিকার হয়েছেন মেসির সেই আত্মীয়। স্প্যানিশ গণমাধ্যম মার্কার এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই বন্দুকধারী এসে অগাস্তিনা স্কালিয়া নামে রোকুজ্জোর সেই আত্মীয়ের গাড়ি থামিয়ে ভাঙচুর করে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়।

মার্কার প্রতিবেদনমতে, সেখানে প্রায় ২২ হাজার পাঁচ শত পঞ্চাশ আমেরিকান ডলার ছিল। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৪ লাখ ৮৩ হাজার টাকা।

সেই মার্কেটের এক এক কর্মী মার্কাকে জানিয়েছে, ‘আমরা সুপারমার্কেট থেকে ব্যাংকে টাকা জমা রাখতে যাচ্ছিলাম। তারা আমাদের জানালা ভেঙে ব্যাগ নিয়ে চলে গেল। সেখানে নিশ্চিতভাবেই একটা গাড়ি ছিল। আমি গাড়ি থেকে একজনকে নামতে দেখেছি। সেই মুহূর্তে আমি শুধু গোলাগুলির শব্দ শুনেছি।’

যেভাবে টাকা-পয়সা ব্যাংকে নিয়ে যাচ্ছিলেন স্কালিয়া ও তাঁর সহকর্মীরা, তা তেমন একটা পরিচিত দৃশ্য নয়। স্কালিয়ার এক সহকর্মী বলেন, ‘এমনটা আমরা সব সময় করি না। ব্যাংকে টাকা রেখে ফিরে আসি।’ টাকা-পয়সা লুট হলেও কেউ আহত হননি বলে মেডিকেল স্টাফ স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে। বন্দুকধারীদের গুলিতে স্কালিয়াদের গাড়ির কাচে একটা ক্ষত তৈরি হয়েছে। মরিসিও স্কালিয়া নামে রোকুজ্জোর এক আত্মীয় ইনস্টাগ্রামে ভয়াবহ ডাকাতির বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। মরিসিও ক্যাপশন দিয়েছেন, ‘এই সময়ে কতটা সতর্ক হয়ে থাকতে হয়। প্রতিদিনই কত অবিচার হয় এখানে। ভাগ্যিস তা অল্পের ওপর দিয়ে গেছে।’

এদিকে ডাকাতির এ ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গেছে।