Dhaka বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বয়স্কদের ওমরাহর জন্য বিশেষ গাড়ি

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
  • ২০৯ জন দেখেছেন

বয়স্কদের ওমরাহর জন্য বিশেষ গাড়ি

বয়স্ক ওমরাহ পালনকারীদের জন্য প্রায় নয় হাজার ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব। এতে করে যাদের চলাচলের সমস্য রয়েছে তারা সহজে ওমরাহ পালন করতে পারবেন। খবর অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়, বয়স্ক বা শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহ আদায়কারী এবং দর্শনার্থীদের চলাচলে সুবিধার জন্য গাড়ির ব্যবস্থা করেছে মসজিদুল হারাম ও মসজিদুন নববি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৪ ঘণ্টা অনবরত সেবা দিয়ে যাবে ইলেকট্রিক গাড়িগুলো। ‘তানাকল’ নামে একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে অগ্রিম বাহন বুক করে রাখতে পারবেন আগ্রহীরা।

ওই অ্যাপ দিয়ে প্রি-বুক করার পাশাপাশি কেনা যাবে টিকিট। এছাড়া অ্যাপটি ব্যবহারের ফলে গাড়ির বিতরণ পয়েন্টগুলোর ভিড়ও এড়ানো যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ওমরাহ পালনকারীদের জন্য ইলেকট্রিক ছাড়াও স্মার্ট অ্যাপ এবং বিভিন্ন ধরনের রোবটসহ নানা প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নুরাল পাগলার দরবার থেকে চুরি যাওয়া জেনারেটরসহ যুবক গ্রেফতার

বয়স্কদের ওমরাহর জন্য বিশেষ গাড়ি

প্রকাশের সময় : ০৯:০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩

বয়স্ক ওমরাহ পালনকারীদের জন্য প্রায় নয় হাজার ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করেছে সৌদি আরব। এতে করে যাদের চলাচলের সমস্য রয়েছে তারা সহজে ওমরাহ পালন করতে পারবেন। খবর অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়, বয়স্ক বা শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন ওমরাহ আদায়কারী এবং দর্শনার্থীদের চলাচলে সুবিধার জন্য গাড়ির ব্যবস্থা করেছে মসজিদুল হারাম ও মসজিদুন নববি কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৭ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৪ ঘণ্টা অনবরত সেবা দিয়ে যাবে ইলেকট্রিক গাড়িগুলো। ‘তানাকল’ নামে একটি স্মার্টফোন অ্যাপের মাধ্যমে অগ্রিম বাহন বুক করে রাখতে পারবেন আগ্রহীরা।

ওই অ্যাপ দিয়ে প্রি-বুক করার পাশাপাশি কেনা যাবে টিকিট। এছাড়া অ্যাপটি ব্যবহারের ফলে গাড়ির বিতরণ পয়েন্টগুলোর ভিড়ও এড়ানো যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ওমরাহ পালনকারীদের জন্য ইলেকট্রিক ছাড়াও স্মার্ট অ্যাপ এবং বিভিন্ন ধরনের রোবটসহ নানা প্রযুক্তিনির্ভর সেবা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ।