স্পোর্টস ডেস্ক :
২০০৮-০৯ মৌসুমে ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাজত্ব করেছে বার্সেলোনা। সেই সময়ের দুর্দান্ত সব ফুটবলাররা খেলেছেন ক্লাবটির হয়ে, লিওনেল মেসি-আন্দ্রেস ইনিয়েস্তা-জাবি হার্নান্দেজজদের নিয়ে গড়া দলটি পেপ গার্দিওলার অধীনে সে মৌসুমে লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে। কাতালান ক্লাবটিকে শিরোপা জেতানোর পর আরও একটি ক্লাবকে ট্রেবল জিতিয়েছেন গার্দিওলা।
গত ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিকে ট্রেবল জেতান স্প্যানিশ এই কোচ। তার অধীনে টানা তৃতীয় প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পাশাপাশি এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতে ম্যানচেস্টারের ক্লাবটি। স্পেন ও ইংল্যান্ডের শীর্ষ দুই ক্লাবকে ট্রেবল জেতানো এই কোচকে ব্রাজিলের ফুটবল ফেডারেশন নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব দিতে চলেছেন এমন খবর ভাসছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
গার্দিওলা ব্রাজিলের দায়িত্ব নিতে চলেছেন এমন খবরের ছড়িয়ে পড়ার কারণও অবশ্য আছে। ২০১৬ সালে ম্যানসিটির কোচ হয়ে আসেন গার্দিওলা। এরপর দুই দফা তিনি মেয়াদ বাড়িয়েছেন। সবশেষ চুক্তি নবায়ন করেছেন ২০২২ সালে। সিটির সঙ্গে তার চুক্তি মেয়াদ শেষ হবে চলতি মৌসুমের শেষে।
প্রিমিয়ার লিগের দলটির সঙ্গে নতুন করে এখনো চুক্তি নবায়ন করেননি গার্দিওলা। যদি নতুন চুক্তি না করেন তাহলে এ মৌসুমের পর তাকে নতুন কোনো দলের দায়িত্বেই দেখা যেতে পারে। সিটির সঙ্গে চুক্তি নবায়ন করা নিয়ে গার্দিওলা বলেছিলেন, ‘যদি জানতে পারি যে আমি ক্লাবের জন্য সমস্যার, তবে আমি ব্যবস্থা গ্রহণে দেরি করব না। তেমনটা হলে আমি যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত নেব। কিন্তু আমার তেমন কিছু মনে হচ্ছে না।’
এদিকে দ্য অ্যাথলেটিকের বরাত দিয়ে দ্য সান জানিয়েছে, আগামী জুনেই যেহেতু সিটির সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে, তাই এই সুযোগটাই নিতে চায় ব্রাজিল, আগামী বছরই তাকে ভিনিসিয়ুসদের কোচ হিসেবে নিয়োগ দিতে চায় অয়াচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গার্দিওলাও বিভিন্ন সময়ে জাতীয় দলের কোচ হিসেবে দাইয়িত্ব পালন করার প্রতি নিজের আগ্রহের কথা জানিয়েছিলেন। এর আগে গত ইউরোর পর ইংল্যান্ডের প্রধান কোচের পদ ছাড়েন গ্যারেথ সাউথগেট। টমাস টুখেলকে দায়িত্ব দেয়ার আগে গার্দিওলাকেও এ কাজের জন্য আমন্ত্রণ জানিয়েছিল ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন। তবে সে সময় আগ্রহ দেখাননি গার্দিওলা।
এদিকে দ্য সান আরও জানিয়েছে, গার্দিওলার ঘনিষ্ঠরা জানিয়েছেন, ব্রাজিলের কোচ হওয়ার বিষয়ে আগ্রহ রয়েছে গার্দিওলার। ব্রাজিলের বর্তমান কোচ দরিভাল জুনিয়র, তার অধীনে ১০ ম্যাচ খেলে ৪টিতে জয় পেয়েছে ব্রাজিল। কোপা আমেরিকায় উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয় সেলেসাওরা।