Dhaka শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাজিলের অভিনেত্রীর প্রেমে শাহরুখ পুত্র আরিয়ান!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
  • ২০৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

তারকা সন্তানদের মধ্যে শাহরুখ খানের সন্তানদের ঘিরে আগ্রহ কৌতুহলের কমতি নেই অনুরাগীদের। শাহরুখ ভক্তরা তো বটেই, পাপারাৎজিদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু শাহরুখপুত্র আরিয়ান খান ও কন্যা সুহানা খান। এর আগে মাদককাণ্ডে বেশ আলোচনায় ছিলেন আরিয়ান। সেসব এখন অতীত।

বর্তমানে নিজের প্রথম কাজ নিয়েই ব্যস্ত তিনি। সেই সঙ্গে উন্মোচন করেছেন নিজের পোশাকের ব্রান্ড যার প্রচারণায় দেখা যায় শাহরুখকে। এরইমধ্যে শোনা যাচ্ছে এক নতুন গুঞ্জন! ব্রাজিলিয়ান এক মডেলের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন আরিয়ান।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আরিয়ান নাকি ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির প্রেমের নেশায় ডুবে রয়েছেন! ব্রাজিলের বিখ্যাত বিকিনি মডেল লারিসা বনেসি।

তবে লারিসা নামের সে তরুণী নিজের দেশে থাকেন না। আরিয়ানের দেশেই তার বাস। বিচরণ বলিউডে। পেশায় অভিনেত্রী। ব্রাজিলের নামী মডেল। তবে বেশ কয়েক বছর আগেই ভারতে চলে আসেন।

দুই একটি সিনেমাতেও অভিনয়ও করেছেন তিনি। শুধু ব্রাজিলে নয়, বলিউডে অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন লারিসা। সেই লারিসার প্রেমেই এবার পড়লেন আরিয়ান!

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, লারিসার প্রতি আকর্ষিত শাহরুখপুত্র। ইনস্টাগ্রামে সুন্দরীকে ফলো করেন আরিয়ান।

লারিসার প্রায় সব ছবিতেই লাইক দেন তিনি। তবে শুধু লাইকেই আটকে নয়, বরং লারিসাকে পটাতে লারিসার মাকে নাকি হাতও করছেন শাহরুখপুত্র! আর সেই কারণেই লারিসার মাকে নিজের ব্র্যান্ডের পোশাক পাঠিয়েছেন আরিয়ান। ভারতের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তবে এই গুঞ্জন নিয়ে নিয়ে আপাতত মুখ খুলেছেন না আরিয়ান। লারিসাও আপাতত চুপ।

অক্ষয় কুমার এবং জন আব্রাহমের ‘দেশি বয়েজ’ সিনেমার হিট গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন লারিসা। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সাইফ আলি খানের সঙ্গে ‘গো গোয়া গন’ সিনেমাতে দেখা গেছে লারিসাকে।

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামে দেখা গেছে তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধু এই অভিনেত্রীকে নয়, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র। জানা যাচ্ছে, লারিসার মাকে জন্মদিনে নাকি উপহারও পাঠিয়েছেন আরিয়ান। তা-ও আবার নিজের ব্র্যান্ডের পোশাক।

গত বছর নোরা ফাতেহির নাম জড়িয়েছিল শাহরুখপুত্রের সঙ্গে। দুবাইয়ে এক পার্টিতে একসঙ্গে দেখা গেছে তাদের দুজনকে। তারপরই ছড়িয়েছিল গুঞ্জন। সেসব ছাপিয়ে বর্তমানে খান সাহেবের ছেলের সঙ্গে নাম জড়াল লারিসা বনেসির।

এই মুহূর্তে নিজের অভিষেক প্রজেক্ট নিয়েই ব্যস্ত আরিয়ান। জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মেই দেখা যাবে আরিয়ানের পরিচালনায় তৈরি ৬ এপিসোডের নতুন সিরিজ। সূত্র বলছে, শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে তৈরি হচ্ছে আরিয়ানের এই সিরিজ। ইতোমধ্যে শুটিংও শুরু হয়েছে সিরিজটির। তবে এর অভিনেতা ও কলাকুশলী সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেননি আরিয়ান।

জনপ্রিয় খবর

আবহাওয়া

খানাখন্দে ভরা সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়ক, তিন উপজেলার যাত্রীদের দুর্ভোগ

ব্রাজিলের অভিনেত্রীর প্রেমে শাহরুখ পুত্র আরিয়ান!

প্রকাশের সময় : ০৩:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪

বিনোদন ডেস্ক : 

তারকা সন্তানদের মধ্যে শাহরুখ খানের সন্তানদের ঘিরে আগ্রহ কৌতুহলের কমতি নেই অনুরাগীদের। শাহরুখ ভক্তরা তো বটেই, পাপারাৎজিদেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু শাহরুখপুত্র আরিয়ান খান ও কন্যা সুহানা খান। এর আগে মাদককাণ্ডে বেশ আলোচনায় ছিলেন আরিয়ান। সেসব এখন অতীত।

বর্তমানে নিজের প্রথম কাজ নিয়েই ব্যস্ত তিনি। সেই সঙ্গে উন্মোচন করেছেন নিজের পোশাকের ব্রান্ড যার প্রচারণায় দেখা যায় শাহরুখকে। এরইমধ্যে শোনা যাচ্ছে এক নতুন গুঞ্জন! ব্রাজিলিয়ান এক মডেলের প্রেমেই নাকি হাবুডুবু খাচ্ছেন আরিয়ান।

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, আরিয়ান নাকি ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা বনেসির প্রেমের নেশায় ডুবে রয়েছেন! ব্রাজিলের বিখ্যাত বিকিনি মডেল লারিসা বনেসি।

তবে লারিসা নামের সে তরুণী নিজের দেশে থাকেন না। আরিয়ানের দেশেই তার বাস। বিচরণ বলিউডে। পেশায় অভিনেত্রী। ব্রাজিলের নামী মডেল। তবে বেশ কয়েক বছর আগেই ভারতে চলে আসেন।

দুই একটি সিনেমাতেও অভিনয়ও করেছেন তিনি। শুধু ব্রাজিলে নয়, বলিউডে অক্ষয় কুমার ও জন আব্রাহমের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন লারিসা। সেই লারিসার প্রেমেই এবার পড়লেন আরিয়ান!

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, লারিসার প্রতি আকর্ষিত শাহরুখপুত্র। ইনস্টাগ্রামে সুন্দরীকে ফলো করেন আরিয়ান।

লারিসার প্রায় সব ছবিতেই লাইক দেন তিনি। তবে শুধু লাইকেই আটকে নয়, বরং লারিসাকে পটাতে লারিসার মাকে নাকি হাতও করছেন শাহরুখপুত্র! আর সেই কারণেই লারিসার মাকে নিজের ব্র্যান্ডের পোশাক পাঠিয়েছেন আরিয়ান। ভারতের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তবে এই গুঞ্জন নিয়ে নিয়ে আপাতত মুখ খুলেছেন না আরিয়ান। লারিসাও আপাতত চুপ।

অক্ষয় কুমার এবং জন আব্রাহমের ‘দেশি বয়েজ’ সিনেমার হিট গান ‘সুভা হোনে না দে’ দিয়ে বলিউডে কাজ শুরু করেছিলেন লারিসা। টাইগার শ্রফ, সুরাজ পাঞ্চোলির সঙ্গেও কাজ করেছেন। সাইফ আলি খানের সঙ্গে ‘গো গোয়া গন’ সিনেমাতে দেখা গেছে লারিসাকে।

সম্প্রতি আরিয়ানের ইনস্টাগ্রামে দেখা গেছে তিনি লারিসাকে অনুসরণ করেন। শুধু এই অভিনেত্রীকে নয়, তার গোটা পরিবারকেই অনুসরণ করেন বাদশা-পুত্র। জানা যাচ্ছে, লারিসার মাকে জন্মদিনে নাকি উপহারও পাঠিয়েছেন আরিয়ান। তা-ও আবার নিজের ব্র্যান্ডের পোশাক।

গত বছর নোরা ফাতেহির নাম জড়িয়েছিল শাহরুখপুত্রের সঙ্গে। দুবাইয়ে এক পার্টিতে একসঙ্গে দেখা গেছে তাদের দুজনকে। তারপরই ছড়িয়েছিল গুঞ্জন। সেসব ছাপিয়ে বর্তমানে খান সাহেবের ছেলের সঙ্গে নাম জড়াল লারিসা বনেসির।

এই মুহূর্তে নিজের অভিষেক প্রজেক্ট নিয়েই ব্যস্ত আরিয়ান। জনপ্রিয় এক ওটিটি প্ল্যাটফর্মেই দেখা যাবে আরিয়ানের পরিচালনায় তৈরি ৬ এপিসোডের নতুন সিরিজ। সূত্র বলছে, শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিসের ব্যানারে তৈরি হচ্ছে আরিয়ানের এই সিরিজ। ইতোমধ্যে শুটিংও শুরু হয়েছে সিরিজটির। তবে এর অভিনেতা ও কলাকুশলী সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেননি আরিয়ান।