স্পোর্টস ডেস্ক :
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টানা ব্যাটিং ব্যর্থতায় রয়েছেন সাকিব আল হাসান। সেই সঙ্গে এবার বাংলাদেশের আরেক তারকা শরিফুল ইসলামও বাজে বোলিং করলেন। পুরো দলের ব্যর্থতায় ব্রাম্পটন উলভসের কাছে ৮ উইকেটে হারল বাংলা টাইগার্স মিসিসাগা।
ব্রাম্পটনের সিএএ সেন্টারে প্রথমে ব্যাট করা বাংলা টাইগার্স মাত্র ৭৯ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ও ৫২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় উলভস।
৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে কোবে হ্রেফ্টকে হারালেও অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও বিউ ওয়েবস্টারের ব্যাটে জয় নিশ্চিত করেন উলভস। ওয়ার্নার ৩৩ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৪৪ রান করেন। ওয়েবস্টার ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।
বাংলা টাইগার্সের হয়ে একটি করে উইকেট পান ডেভিড ভিসে ও আলী খান। শরিফুল ৩ ওভারে ২৫ রান দিয়ে কোনো উইকেট পাননি।
গত রাতে বাংলা টাইগার্সের হারটা শুরু হয়েছিল টস দিয়েই। সেখানে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ব্রাম্পটনের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। পরে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ব্যাটিং বিপর্যয়ে পড়ে সাকিবের দল। ইনিংসে দলীয় রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দলটির দুই আফগান ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। সেখান থেকে দলীয় সংগ্রহ ১৩ রানে পৌঁছাতেই সাজঘরে অর্ধেক দল।
শুরু পাঁচ ব্যাটারের সবাই ফেরেন এক অঙ্কের ঘরে। শেষ পর্যন্ত কোনো ব্যাটারই হতে পারেননি থিতু। দলীয় সর্বোচ্চ ১৯ রান করেন ইফতিখার আহমেদ ও ৪ বলে ২ ছক্কায় ১২ রানের ক্যামিও খেলেন শরিফুল। টাই ও ড্রাকা ৩টি করে উইকেট দখল করেন। ম্যাচ সেরা হন টাই।
এ হারে ৬ দলের টুর্নামেন্টে বাংলা টাইগার্সের অবস্থান ৪ নম্বরে। ৫ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে মন্ট্রিয়েল টাইগার্স।