Dhaka মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ব্যস্ততা নিয়ে কথা বললেন ঋতুপর্ণা

বহু বছর যাবত অভিনয় করে চলেছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশের অনেক চলচ্চিত্রেও কাজ করেছেন। অভিনয় করেছেন বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও। বাণিজ্যিক ও শৈল্পিক উভয় ধারার সিনেমাতে সাবলীল ঋতুপর্ণা পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কার। অভিনয়ে অনেক বছর পেরিয়ে গেলেও ঋতুপর্ণার জনপ্রিয়তায় পড়েনি এতটুকু কমতি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ততোটা নিয়মিত না হলেও অনুসারীর সংখ্যা প্রায় ২৭ লক্ষ। এক সাক্ষাতকারে ঋতুপর্ণা জানিয়েছেন তার ব্যস্ততার কথা। কথা বলেছেন ভারত থেকে টেলিফোনে।

-করোনাকালে অনেকটা সময়তো সিঙ্গাপুরে ছিলেন। দেশে ফিরে কি নিয়ে কাজ করলেন?

-হিন্দি ছবি ‘সল্ট’ এর কাজ করলাম। এখনো চলছে। এতে আমার বিপরীতে দেখা যাবে চন্দন রায় সান্যালকে যিনি বলিউডের জনপ্রিয় নায়ক ববি দেওলের সাথে হিন্দি ক্রাইম ড্রামা ‘আশ্রম’ এ অভিনয় করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে সানি রায়ের অভিষেক। ছবির গল্পটা বেশ। একটি মেয়ের জীবনের নানা পর্ব নিয়ে কাহিনী এগিয়ে যায়। নারীদের সাইকোলজি ঠিক কীভাবে কাজ করে সেটা দারুণভাবে তুলে ধরবে সল্ট।

-এখন কোথায় আছেন? কি করছেন?

-আমি এখন শ্যুটিংয়ে আছি, দেহরাদূন শহরে (উত্তরখণ্ডের রাজধানী)। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। প্রথমে সুইজারল্যান্ডে শ্যুটিংয়ের কথা হলেও করোনার কারণে সে পরিকল্পনা ভেস্তে যায়।

-অন্তর্দৃষ্টি নিয়ে যদি বিস্তারিত বলতেন?

-এটি রিভেঞ্জ থ্রিলারের ছবি। বলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার কবীর লাল রয়েছেন পরিচালনায়। কবীর ‘তাল’, ‘কাহো না প্যায়ার হ্যায়’, ‘হামারে দিল আপকে পাস হ্যায়’, ‘পারদেশ’-এর মতো ছবিতে কাজ করেছেন।

-বাংলার পাশাপাশি মারাঠি, তেলুগু এবং কন্নড় ভাষায় হবে ছবিটি। এখন বাংলা আর মারাঠি ভাষার কাজ চললেও, মার্চে তেলুগু এবং কন্নড় ভাষার কাজ শুরু হবে। স্প্যানিশ ছবি ‘জুলিয়াজ আইস’-এর রিমেক বলা যেতে পারে একে। প্রধান চরিত্রে আমি, বিপরীতে শন বন্দ্যোপাধ্যায়।

-এ ছবির মাধ্যম্যেইতো বড় পর্দায় শনের হাতেখড়ি?

-হ্যা। শন বেশ ভাল কাজ করে। আমি মনে করি ওর আরও এক্সপোজার পাওয়া দরকার। তাই আমি-ই কবীরজিকে ওর নাম প্রস্তাব করি।

-আর কোন কোন ছবির কাজ চলছে?

-নীল দরিয়ার মাঝি’র কাজ করছি বাংলাদেশের নায়ক সাইফ খানের সঙ্গে জুটি বেঁধে। পান্না হোসেন পরিচালিত ছবিটির সংগীত করছেন অভিষেক ব্যানার্জি (মুম্বাই) এবং কোরিওগ্রাফিতে রয়েছেন বাবা যাদব।

-করোনার ভ্যাকসিন নিচ্ছেন কবে?

-ভ্যাকসিনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিইনি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংস্কার না হওয়ায় খানাখন্দে চলাচলে অনুপযোগী, দুর্ভোগ শিক্ষক-শিক্ষার্থীদের

ব্যস্ততা নিয়ে কথা বললেন ঋতুপর্ণা

প্রকাশের সময় : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

বহু বছর যাবত অভিনয় করে চলেছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদেশের অনেক চলচ্চিত্রেও কাজ করেছেন। অভিনয় করেছেন বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্রেও। বাণিজ্যিক ও শৈল্পিক উভয় ধারার সিনেমাতে সাবলীল ঋতুপর্ণা পেয়েছেন ভারতের জাতীয় পুরস্কার। অভিনয়ে অনেক বছর পেরিয়ে গেলেও ঋতুপর্ণার জনপ্রিয়তায় পড়েনি এতটুকু কমতি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ততোটা নিয়মিত না হলেও অনুসারীর সংখ্যা প্রায় ২৭ লক্ষ। এক সাক্ষাতকারে ঋতুপর্ণা জানিয়েছেন তার ব্যস্ততার কথা। কথা বলেছেন ভারত থেকে টেলিফোনে।

-করোনাকালে অনেকটা সময়তো সিঙ্গাপুরে ছিলেন। দেশে ফিরে কি নিয়ে কাজ করলেন?

-হিন্দি ছবি ‘সল্ট’ এর কাজ করলাম। এখনো চলছে। এতে আমার বিপরীতে দেখা যাবে চন্দন রায় সান্যালকে যিনি বলিউডের জনপ্রিয় নায়ক ববি দেওলের সাথে হিন্দি ক্রাইম ড্রামা ‘আশ্রম’ এ অভিনয় করে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছেন। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে সানি রায়ের অভিষেক। ছবির গল্পটা বেশ। একটি মেয়ের জীবনের নানা পর্ব নিয়ে কাহিনী এগিয়ে যায়। নারীদের সাইকোলজি ঠিক কীভাবে কাজ করে সেটা দারুণভাবে তুলে ধরবে সল্ট।

-এখন কোথায় আছেন? কি করছেন?

-আমি এখন শ্যুটিংয়ে আছি, দেহরাদূন শহরে (উত্তরখণ্ডের রাজধানী)। ছবির নাম ‘অন্তর্দৃষ্টি’। প্রথমে সুইজারল্যান্ডে শ্যুটিংয়ের কথা হলেও করোনার কারণে সে পরিকল্পনা ভেস্তে যায়।

-অন্তর্দৃষ্টি নিয়ে যদি বিস্তারিত বলতেন?

-এটি রিভেঞ্জ থ্রিলারের ছবি। বলিউডের বিখ্যাত সিনেমাটোগ্রাফার কবীর লাল রয়েছেন পরিচালনায়। কবীর ‘তাল’, ‘কাহো না প্যায়ার হ্যায়’, ‘হামারে দিল আপকে পাস হ্যায়’, ‘পারদেশ’-এর মতো ছবিতে কাজ করেছেন।

-বাংলার পাশাপাশি মারাঠি, তেলুগু এবং কন্নড় ভাষায় হবে ছবিটি। এখন বাংলা আর মারাঠি ভাষার কাজ চললেও, মার্চে তেলুগু এবং কন্নড় ভাষার কাজ শুরু হবে। স্প্যানিশ ছবি ‘জুলিয়াজ আইস’-এর রিমেক বলা যেতে পারে একে। প্রধান চরিত্রে আমি, বিপরীতে শন বন্দ্যোপাধ্যায়।

-এ ছবির মাধ্যম্যেইতো বড় পর্দায় শনের হাতেখড়ি?

-হ্যা। শন বেশ ভাল কাজ করে। আমি মনে করি ওর আরও এক্সপোজার পাওয়া দরকার। তাই আমি-ই কবীরজিকে ওর নাম প্রস্তাব করি।

-আর কোন কোন ছবির কাজ চলছে?

-নীল দরিয়ার মাঝি’র কাজ করছি বাংলাদেশের নায়ক সাইফ খানের সঙ্গে জুটি বেঁধে। পান্না হোসেন পরিচালিত ছবিটির সংগীত করছেন অভিষেক ব্যানার্জি (মুম্বাই) এবং কোরিওগ্রাফিতে রয়েছেন বাবা যাদব।

-করোনার ভ্যাকসিন নিচ্ছেন কবে?

-ভ্যাকসিনের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিইনি।