ভারতের তামিল, তেলেগু ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়াল। অভিনয়ের পাশাপাশি নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন। এরই মধ্যে বাগদান পর্ব শেষ করেছেন।
কাজলের হবু বর ব্যবসায়ী গৌতম কিচলু। এরই মধ্যে তাদের বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
কাজলের হবু বর গৌতম একজন সফল উদ্যোক্তা। তার ইন্টেরিয়র ডিজাইন নিয়ে একটি ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। বড় আয়োজনে তারা কাজটিও সেরে ফেলতে চলেছেন।
আরও পড়ুন : বলিউডে আসছেন সুস্মিতার কন্যা রেনে সেন
করোনাভাইরাসের প্রকোপের মধ্যে কাজলই নাকি প্রথম বিয়ের বড় অনুষ্ঠান করতে যাচ্ছেন। তিনি দুই দিনের বিয়ের আয়োজন করবেন মুম্বইয়ের একটি ফাইভ স্টার হোটেলে। যেখানে বন্ধুসহ ঘনিষ্ঠজনদের আমন্ত্রণ জানাবেন এই তারকা।
তবে বিয়ের বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি কাজল আগরওয়াল। এদিকে করোনার কারণে মুক্তি আটকে কাজল অভিনীত ‘ইন্ডিয়ান ২’ সিনেমার।