Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বোরকা পরে সিনেমা হলে মৌসুমী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ১৯০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

দেশীয় সিনেমা আজকের অবস্থানে আসতে ঢাকাই সিনেমার যে কয়জন নায়িকার ব্যাপক ভূমিকা রয়েছে এর মধ্যে প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা মৌসুমীর অসামান্য অবদান রয়েছে। সিনেমার সুদিন হারিয়ে যাওয়ায় তাকে আগের মতো আর সিনেমায় দেখা যায় না। তবে বিগত কয়েক বছর ধরে ঢাকাই সিনেমার পালে নতুন করে হাওয়া বইছে।

ঢাকাই চলচ্চিত্র নতুন করে ঘুরে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাতেও দেখা গেছে। এবারের ঈদে ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। বলা চলে প্রায় প্রত্যেকটি সিনেমাই বেশ আলোচনায় রয়েছে।

এর মধ্যে দুয়েকটি সিনেমা রেকর্ড তৈরি করেছে। তাইতো সিনেমার সুদিন ফিরে আসায় ঘরে বসে থাকেননি চিত্রনায়িকা মৌসুমী। ‘প্রিয়তমা’ সিনেমা দেখতে বোরকা পরে সিনেমা হলে গেল তিনি। স্বামী চিত্রনায়ক ওমর সানীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, মৌসুমী বোরকা পরে সিনেমা হলে।

মৌসুমীর পুরো শরীর কালো বোরকায় আবৃত, মুখও ঢেকে রেখেছেন। সঙ্গে ছিল মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান।

মৌসুমী ও আরেকজন নারীকে প্রিয়তমা সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দুজন দুই দিক থেকে পোস্টারকে মাঝ বরাবর রেখে ছবি তুলেছেন। অর্থাৎ এই সিনেমাটিই তারা দেখেছেন।

ছবিগুলো পোস্ট করে সানী লিখেছেন, কয়েক দিন আগেই আমার পরিবার সুড়ঙ্গ দেখেছে, তারপর গতকালই দেখল প্রিয়তমা, ব্যস্ততার কারণে আমি মিস করেছি।

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানিয়েছেন ঈশিতা। ফেসবুকে তিনি লেখেন, সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ‘প্রিয়তমা’র জন্য শুভকামনা। অভিনন্দন প্রিয় হিমেল আশরাফ ভাই। আপনার নতুন প্রকল্পের জন্য আগ্রহভরে অপেক্ষা করছি।

উল্লেখ্য, চিত্রনায়িকা মৌসুমী তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। তার অভিনীত বেশির ভাগ সিনেমাই ছিল ব্যবসা সফল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তবে ইদানিং খুব একটা অভিনয়ে দেখা যায় না প্রিয়দর্শিনী’খ্যাত এই অভিনেত্রীকে। মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছরের ১১ নভেম্বর। একইদিনে তার অভিনীত দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিলো। একটির নাম ‘ভাঙন’ অপরটি ‘দেশান্তর’।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বোরকা পরে সিনেমা হলে মৌসুমী

প্রকাশের সময় : ০৫:৪১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

দেশীয় সিনেমা আজকের অবস্থানে আসতে ঢাকাই সিনেমার যে কয়জন নায়িকার ব্যাপক ভূমিকা রয়েছে এর মধ্যে প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা মৌসুমীর অসামান্য অবদান রয়েছে। সিনেমার সুদিন হারিয়ে যাওয়ায় তাকে আগের মতো আর সিনেমায় দেখা যায় না। তবে বিগত কয়েক বছর ধরে ঢাকাই সিনেমার পালে নতুন করে হাওয়া বইছে।

ঢাকাই চলচ্চিত্র নতুন করে ঘুরে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাতেও দেখা গেছে। এবারের ঈদে ৫টি সিনেমা মুক্তি পেয়েছে। বলা চলে প্রায় প্রত্যেকটি সিনেমাই বেশ আলোচনায় রয়েছে।

এর মধ্যে দুয়েকটি সিনেমা রেকর্ড তৈরি করেছে। তাইতো সিনেমার সুদিন ফিরে আসায় ঘরে বসে থাকেননি চিত্রনায়িকা মৌসুমী। ‘প্রিয়তমা’ সিনেমা দেখতে বোরকা পরে সিনেমা হলে গেল তিনি। স্বামী চিত্রনায়ক ওমর সানীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, মৌসুমী বোরকা পরে সিনেমা হলে।

মৌসুমীর পুরো শরীর কালো বোরকায় আবৃত, মুখও ঢেকে রেখেছেন। সঙ্গে ছিল মেয়ে ফাইজা ও ছেলে ফারদিন এহসান।

মৌসুমী ও আরেকজন নারীকে প্রিয়তমা সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। দুজন দুই দিক থেকে পোস্টারকে মাঝ বরাবর রেখে ছবি তুলেছেন। অর্থাৎ এই সিনেমাটিই তারা দেখেছেন।

ছবিগুলো পোস্ট করে সানী লিখেছেন, কয়েক দিন আগেই আমার পরিবার সুড়ঙ্গ দেখেছে, তারপর গতকালই দেখল প্রিয়তমা, ব্যস্ততার কারণে আমি মিস করেছি।

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছেন বলে জানিয়েছেন ঈশিতা। ফেসবুকে তিনি লেখেন, সিনেমার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। ‘প্রিয়তমা’র জন্য শুভকামনা। অভিনন্দন প্রিয় হিমেল আশরাফ ভাই। আপনার নতুন প্রকল্পের জন্য আগ্রহভরে অপেক্ষা করছি।

উল্লেখ্য, চিত্রনায়িকা মৌসুমী তিন দশকের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। তার অভিনীত বেশির ভাগ সিনেমাই ছিল ব্যবসা সফল। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। তবে ইদানিং খুব একটা অভিনয়ে দেখা যায় না প্রিয়দর্শিনী’খ্যাত এই অভিনেত্রীকে। মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে গত বছরের ১১ নভেম্বর। একইদিনে তার অভিনীত দুটি ছবি একসঙ্গে মুক্তি পেয়েছিলো। একটির নাম ‘ভাঙন’ অপরটি ‘দেশান্তর’।