নিজস্ব প্রতিবেদক :
পঞ্চগড়ের বোদা উপজেলা সংলগ্ন ঠাকুরগাও সদর উপজেলার ১৫ নং দেবীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুজাবর্ণী প্রধানপাড়া ভাঙা রাস্তায় গত দুই দিনের সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে থাকায় জনসাধারণের দুর্ভোগ চরমে উঠেছে।
ঠাকুরগাঁও এলজিইডি বাস্তবায়নে ২০১৮ সালের ৩০ অক্টোবর এই রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। ৫ বছরেও এই রাস্তার কাজটি সমাপ্ত করা হয়নি। এই এলাকার মানুষজন বারবার এলজিইডি অফিসে ধরণা দিয়েছে কিন্তু বাজেট না থাকার কারণে এলজিইডি কর্তৃপক্ষ এই কাজটি সমাপ্ত করতে পারেনি বলে এলাকাবাসীদের জানিয়েছে।
সরেজমিনে গিয়ে মুজিবণী প্রধানপাড়া গ্রামের আশরাফুল, আব্দুর রহমান, জিয়ারউদ্দীন, ছলেমান আলী, হাফিজউদ্দীন ও আছিরুল এর সঙ্গে কথা বললে তারা জানান, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। এই রাস্তা দিয়ে স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থীরা স্কুল, কলেজ ও মাদরাসায় যায়। এই পবিত্র রমজান মাসে এই এলাকার মুসল্লিরা তারাবির নামাজ আদায় করতে গেলেও রাস্তার খানা-খন্দে পড়ে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। বিশেষ করে বেশি অসুবিধায় পড়েন ভ্যানগাড়ি, সাইকেল ও মটরসাইকেল চালকরা। রাস্তা জমে থাকা হাঁটু পানিতে মানুষ জনের চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী এই মুজাবর্ণী প্রধানপাড়া রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন।