Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে উঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আফতাব হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের সময় : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

রাজবাড়ী জেলা প্রতিনিধি : 

বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে উঠায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১০ মে) বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

লঞ্চ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) দৌলতদিয়া ঘাট প্রান্তের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন।

তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যাওয়ায় বড় বড় ঢেউ সৃষ্টি হওয়ায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে বিকেল সাড়ে ৩টা থেকে এই নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আফতাব হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌ পথে লঞ্চ চলাচল বন্ধ থাকবে। পরিবেশ স্বাভাবিক হলে কর্তৃপক্ষের নির্দেশনায় পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, লঞ্চ চলাচল বন্ধ হলেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এই রুটে ১৮টি ফেরি চলাচল করছে।